বিপ্লব উদ্যান দ্রুত সংস্কার চাই

| রবিবার , ২৮ সেপ্টেম্বর, ২০২৫ at ৮:৫০ পূর্বাহ্ণ

নগরীর প্রাণকেন্দ্র ২ নম্বর গেটের নিকট অবস্থিত বিপ্লব উদ্যানটি চট্টগ্রামের ব্রিটিশ বিরোধী আন্দোলনের বিপ্লবী নারী প্রীতিলতা ওয়াদ্দেদারের স্মরণে নির্মাণ করা হয়। বিশেষ করে এটি আমাদের মহান মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত স্থান যেখানে মেজর জিয়াউর রহমান ১৯৭১ সালের ২৬ মার্চ পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে উই রিভোল্টবলে বিদ্রোহ ঘোষণা করেন এবং প্রতিরোধ যুদ্ধের সূচনা করেন। আজ ঐতিহাসিক স্থানটি অবহেলায় আছে, যার ফলে স্থানটি মাদক সেবীদের স্বর্গ রাজ্যে পরিণত হয়েছে, যেখানে সীমানা প্রাচীর না থাকায় দিনে দুপুরে হচ্ছে ছিনতাই, এতে দর্শনার্থী ও জনসাধারণ ভীত ও ক্ষতির সম্মুখীন হচ্ছে, ইতিমধ্যে আমাদের নগরপিতা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডাক্তার শাহাদাত হোসেন হেলদি সিটি গ্রীন সিটির কর্মযজ্ঞ শুরু করেছেন এবং বিপ্লব উদ্যানের সংস্কার কাজ হাতে নিয়েছেন, তাই দ্রুততম সময়ে একটি পরিবেশবান্ধব ও আধুনিক সীমানা প্রাচীরসহ, নিরাপত্তা বলয় সম্বলিত একটি পার্ক নগরবাসীকে উপহার দেওয়ার জোর দাবি জানাচ্ছি।

মোঃ রাকিবুল ইসলাম

শিক্ষার্থী, সাংবাদিক ও গণমাধ্যম বিভাগ,

পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধলুই পাস্তুর : জলাতঙ্কের টিকা আবিষ্কারক
পরবর্তী নিবন্ধপ্রত্যেক শিশুর মস্তিকে সত্যিকার দেশপ্রেম জাগ্রত করা অভিভাকদের দায়িত্ব