বিপ্লব উদ্যান থেকে ময়লা পরিষ্কার করলেন মেয়র

সেভ দ্য নেচারের কর্মসূচি, উদ্যান থেকে কুড়ানো হলো ১৪ বস্তা আবর্জনা, বেশিরভাগই প্লাস্টিক

আজাদী প্রতিবেদন | রবিবার , ২১ সেপ্টেম্বর, ২০২৫ at ৬:১০ পূর্বাহ্ণ

নগরের ২ নম্বর গেট বিপ্লব উদ্যান থেকে ময়লাআবর্জনা কুড়িয়ে নিচ্ছেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। শুনতে অবাক লাগলেও এটাই করেছেন তিনি। গতকাল শনিবার বিশ্ব পরিচ্ছন্নতা দিবস উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে অংশ নিয়ে নগরবাসীর মধ্যে সচেতনতা তৈরির লক্ষ্যে নিজেই ময়লাআবর্জনা পরিষ্কার করেন।

সেভ দ্য নেচার অব বাংলাদেশ চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। আয়োজকরা জানিয়েছেন, মেয়রের উদ্বোধনের পর বিপ্লব উদ্যান থেকে ১৪ বস্তা আবর্জনা কুড়িয়ে নেন সংগঠনটির স্বেচ্ছাসেবকরা; যার বেশিরভাগই ছিল একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের চায়ের কাপ, পানির বোতলসহ বিভিন্ন পলিথিন ও প্লাস্টিক। এ পার্কে আসা দর্শনার্থীরা তা ফেলেছেন।

আমার এলাকা, আমার হাতেই হোক পরিষ্কার’ স্লোগানে আয়োজিত বিশ্ব পরিচ্ছন্নতা দিবসের এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে মেয়র ডা. শাহাদাত চট্টগ্রামকে ক্লিন সিটি হিসেবে গড়তে নাগরিক ও সামাজিক সংগঠনগুলোর সহযোগিতা চেয়েছেন। তিনি বলেন, ক্লিন সিটি গ্রিন সিটি একটি আদর্শ নগরের ধারণা। বিশ্ব পরিচ্ছন্নতা দিবসে চট্টগ্রাম শহরের সকল নাগরিককে পরিচ্ছন্নতায় গুরুত্ব দিতে হবে। যত্রতত্র ময়লা না ফেলে নির্দিষ্ট বিন ব্যবহার করতে হবে। সচেতনতা বৃদ্ধির জন্য সেভ দ্য নেচার অব বাংলাদেশের কর্মসূচির প্রশংসা করেন তিনি।

সেভ দ্য নেচার অব বাংলাদেশ চট্টগ্রাম মহানগর শাখার সদস্য সচিব মোস্তাকিম মাহমুদ চৌধুরীর সঞ্চালনায় কর্মসূচিতে সভাপতিত্ব করেন সেভ দ্য নেচার চট্টগ্রাম মহানগর শাখার আহ্বায়ক জসিম উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সিডিএ বোর্ড মেম্বার জাহিদুল করিম কচি।

জসিম উদ্দিন চৌধুরী বলেন, সেভ দ্য নেচার অব বাংলাদেশ সচেতনতার মাধ্যমে ন্যূনতম ২০ শতাংশ নাগরিককে এ পরিচ্ছন্নতা আন্দোলনের মাধ্যমে উক্ত কর্মসূচির আওতায় আনতে চায়।

এ সময় উপস্থিত ছিলেন সেভ দ্য নেচার চট্টগ্রাম মহানগর শাখার সদস্য জমির উদ্দীন নাহিদ, এস এম মাসুদ, মারুফ উল ইসলাম, আনোয়ার হোসেন চৌধুরী, সালেহ নূর নাসিম, সাদ্দাম হোসাইন সাজ্জাদ, লোকমান সিকদার, অ্যাড. নজরুল ইসলাম সুমন, প্রফেসর ইকবাল হোসেন সুমন, সিদ্দিকুল ইসলাম আকাশ, অ্যাড. জিয়াউল হক সোহেল, এস এম তানভীর ও নূর আলম।

পূর্ববর্তী নিবন্ধবিভিন্ন প্রতিষ্ঠানের কাছে চট্টগ্রাম ওয়াসার বকেয়া দিনদিন বাড়ছে
পরবর্তী নিবন্ধআমিরাতের ভিসা নিষেধাজ্ঞার নির্দেশনা নেই : রাষ্ট্রদূত