খুনির বিপরীতে দাঁড়িয়ে
সকল বাধা পেরিয়ে
এগিয়ে যায় ছাত্র জনতা
ফিরিয়ে আনতে স্বাধীনতা
রক্তে রঞ্জিত রাজপথ
সকলে নিল এবার শপথ
গড়বে এবার স্বপ্নের দেশ
যেখানে থাকবে শান্তি বেশ
স্বাধীন বলে বলে করেছে পরাধীন
এখন থাকব না কারও অধীন
শহিদ হয় অনেক ছাত্র এবার
যারা ছিল কারও পরিবার
দেখে ভাইয়ের লাশ
স্নিগ্ধ হয়ে গেল হতাশ
আগস্ট রইলো না আর শোকের
তার পরিবর্তে এলো জুলাই মাস
অসংখ্য মায়ের সন্তান কেড়ে
হেসেছিল খুনি হি হি করে
সকলের মনে বাসা বেঁধেছে
মীর মুগ্ধ ও আবু সাঈদ
সালাম জানাই সকল মায়েদের
যারা জন্ম দিয়েছেন এমন সন্তানদের।