উত্তর কাট্টলী আলহাজ্ব মোস্তফা-হাকিম কলেজের ব্যবস্থাপনায় ও সাবেক মেয়র মনজুর আলমের উদ্যোগে গতকাল পাহাড়তলী রেলওয়ে স্কুল সংলগ্ন বীরকন্যা প্রীতিলতার ভাস্কর্যে প্রীতিলতার ৯০তম আত্মাহুতি দিবসে পুষ্পমাল্য অর্পণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উত্তর কাট্টলী আলহাজ্ব মোস্তফা-হাকিম কলেজের প্রতিষ্ঠাতা ও সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এম মনজুর আলম। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উত্তর কাট্টলী আলহাজ্ব মোস্তফা-হাকিম কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আলমগীর, উপাধ্যক্ষ মাহফুজুল হক চৌধুরী, অধ্যাপক আবু ছগির, কাজী মাহবুবুর রহমান, অসীম চক্রবর্তী প্রমুখ।
শিক্ষা উপমন্ত্রী : বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের আত্মাহুতি দিবসে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের পক্ষে মহান এই বিপ্লবীর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। উপমন্ত্রীর পক্ষে শ্রদ্ধা জানান, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ নেতা ও আন্দরকিল্লা ওয়ার্ডের কাউন্সিলর জহর লাল হাজারী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় নেতা শ্যামল কুমার পালিত, সংরক্ষিত নারী আসনের কাউন্সিলর নীলু নাগ ও চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা নুরুল আনোয়ারাসহ অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় নেতৃবৃন্দ বলেন, বীরকন্যা প্রীতিলতা দেশ মাতৃকাকে মুক্ত করতে আত্মদান করেছিলেন। তিনি ইতিহাসে অমর হয়ে আছেন। বিপ্লবী মহানায়ক মাস্টারদা সূর্যসেনের নেতৃত্বে চট্টগ্রাম যুব বিদ্রোহ সংঘটিত হয়েছিল। পরে নেতৃবৃন্দ বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের আবক্ষ ভাস্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন নেতৃবৃন্দ।
পটিয়া : পটিয়া প্রতিনিধি জানান, ব্রিটিশ বিরোধী আন্দোলনের অগ্নিকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের ৯০তম আত্মাহুতি দিবস শনিবার পালিত হয়েছে। এ উপলক্ষে পটিয়া উপজেলার ধলঘাট ইউনিয়নের বীরকন্যা প্রীতিলতা ট্রাস্টের সম্মুখের আবক্ষমূর্তিতে বীরকন্যা প্রীতিলতা ট্রাস্ট, পটিয়া প্রেসক্লাব, থানা পুলিশ, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ), পটিয়া নজীর আহমদ ফাউন্ডেশনসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে প্রীতিলতার আবক্ষমূর্তিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে প্রীতিলতা ট্রাস্টের হল রুমে এক আলোচনা সভা ট্রাস্টের সভাপতি পংকজ চক্রবর্ত্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভুমি) রাকিবুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ধলঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রনবীর ঘোষ টুটুন, নারী নেত্রী জেসমিন সুলতানা পারুল, ডাক্তার প্রণব কুমার চৌধুরী, পটিয়া উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি রাশেদ মনোয়ার, আহমদ কবির, পটিয়া প্রেসক্লাব সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবদুল হাকিম রানা, সিনিয়র সহ-সভাপতি আবদুর রাজ্জাক, ট্রাস্টের আজীবন সদস্য বিজয় ঘোষ, প্রকৌশলী দিলীপ চৌধুরী, কৃষ্ণা চক্রবর্ত্তী। অনুষ্ঠান পরিচালনা করেন প্রীতিলতা স্মৃতি সংরক্ষণ পরিষদের সাধারণ সম্পাদক প্রবোধ রায় চন্দন।
বাসদ চট্টগ্রাম জেলা : বীরকন্যা প্রীতিলতার ৯০তম আত্মাহুতি দিবসে পাহাড়তলী প্রীতিলতা ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ চট্টগ্রাম জেলা। পুষ্পস্তবক অর্পণের পর একটি সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন, বাসদ চট্টগ্রাম জেলা ইনচার্জ আল কাদেরী জয়, সদস্য রায়হান উদ্দিন, হেলাল উদ্দিন কবির, নুরুলহুদা নিপু, নাজিম উদ্দিন বাপ্পী, রেশমা আক্তার, মিরাজ উদ্দিন ও শিক্ষক শফিউল আলম। এতে উপস্থিত ছিলেন, সম ইউনুস, সেলিম উদ্দিন, মবিনুল হক সাব্বির।
মহানগর যুবলীগ ও ছাত্রলীগ : বীরকন্যা প্রীতিলতার ৯০তম আত্মাহুতি দিবসে প্রীতিলতা ভাস্কর্যে আওয়ামী লীগ নেতা মহিউদ্দিন বাচ্চুর পক্ষে প্রীতিলতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন চট্টগ্রাম মহানগর যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন নগর যুবলীগ সাবেক সদস্য মাসুদ রেজা, অধ্যাপক কাজী মুজিবুর রহমান, নূরুল আনোয়ার, খোকন চন্দ্র তাঁতী, আবু বক্কর চৌধুরী, আমানত উল্লা ডিউক, আবুল বশর, মো. রিপন, নাহিদ, এড. সৈয়দ রবি, ইঞ্জিনিয়ার তৈয়ব হোসেন রুবেল, মো. রুবেল, ইমরান আহমেদ শাওন, মো. সুমন, সাফায়েত আলী ওয়াহিম।