বিপ্লবীদের স্মৃতি বিজড়িত ম্যুরাল স্থাপন করা হবে

জেএম সেন হলের সংস্কারকাজ পরিদর্শনে অ্যাড. রানা দাশগুপ্ত

| মঙ্গলবার , ১৬ জানুয়ারি, ২০২৪ at ১০:৩২ পূর্বাহ্ণ

ভারতীয় উপমহাদেশের স্বাধীনতা আন্দোলনে নেতৃত্বদানকারী জাতীয় নেতৃবৃন্দ বিভিন্ন সময়ে জে এম সেন হলে সভা সমাবেশ সেমিনার করেছেন। জে এম সেন হল ইতিহাসের নীরব স্বাক্ষী এবং ঐতিহ্যের অংশ। ঐতিহাসিক জে এম সেন হল সংরক্ষণ, সংস্কার ও উন্নয়নের পাশাপাশি বিপ্লবীদের স্মৃতি বিজড়িত ম্যুরাল স্থাপন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন দি চিটাগাং এসোসিয়েশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত।

গতকাল বিকেল ৩টায় জে এম সেন হলের সীমানা প্রাচীর পুন:নির্মাণ কাজের পরিদর্শন শেষে ম্যুরাল স্থাপনের জন্য স্থান নির্বাচন করতে গিয়ে তিনি এই সব তথ্য জানান। এ সময় মাঠের প্রয়োজনীয় সংস্কারের কথা বলেন তিনি। পরিদর্শন কালে দি চিটাগাং এসোসিয়েশনের কার্যকরী সংসদের সদস্য শ্যামল কুমার পালিত, কোষাধ্যক্ষ বিবেকানন্দ আচার্য্য, জামালখান ওয়ার্ড কাউন্সিলার শৈবাল দাশ সুমন ও ঠিকাদারী কাজে নিয়োজিত ঊর্মি এন্টারপ্রাইজের স্বত্ত্বাধীকারী কল্লোল সেন প্রমুখ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধফটিকছড়িতে পৌষ মেলা উদ্বোধন
পরবর্তী নিবন্ধমোহরা গ্রামার স্কুলের আনুষ্ঠানিক উদ্বোধন