বিপিএল ফাইনালে তামিমকে বিদায়ী সংবর্ধনা দেবে বিসিবি

ক্রীড়া প্রতিবেদক | শুক্রবার , ৭ ফেব্রুয়ারি, ২০২৫ at ৭:০০ পূর্বাহ্ণ

তামিম ইকবালকে আর আন্তর্জাতিক ক্রিকেটে দেখা যাবে না সেটা আগেই নিশ্চিত হওয়া গেছে। কারন তিনি আগেই জানিয়ে দিয়েছেন আর দেশের জার্সি গায়ে খেলবেননা। আর সে জন্য চ্যাম্পিয়নশিপের দলে তাকে রাখা হয়নি। তবে তামিম নিয়মিতই ঘরোয়া ক্রিকেট খেলে আসছেন। এবারের বিপিএলের পর আগামী আসরেও তার খেলার ইচ্ছা আছে। শুধু বিপিএলই নয়, আসন্ন প্রিমিয়ার ক্রিকেট লিগেও তামিমমে খেলতে দেখা যেতে পারে। এ ছাড়া বিভিন্ন দেশে হওয়া সাবেক ক্রিকেটারদের টুর্নামেন্ট লিজেন্ড লিগেও খেলার ইচ্ছা আছে তার। তবে বাংলাদেশের জার্সিতে তামিমকে আর দেখা যাবে না। সমপ্রতি দেশসেরা এই ওপেনার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। তামিমের মতো দেশের কিংবদন্তি একজন ক্রিকেটার মাঠ থেকে বিদায় নেবেন, এমন আশায় ছিলেন সমর্থকরা। সেই আশা পূরণ হচ্ছে না।

তবে দেশের ক্রিকেটে তামিমের অবদানের প্রতি সম্মান জানিয়ে তাকে বিদায়ী সংবর্ধনা দিতে চায় বিসিবি। আজ শুক্রবার বিপিএল ফাইনালের পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আগে তামিমের হাতে বিশেষ স্মারক তুলে দেওয়া হবে। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে তা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দেশের ক্রিকেটে নিঃসন্দেহে তামিম সবচাইতে বড় তারকা। তিন ফরমেটের ক্রিকেটে ১৫ হাজারের বেশি রান করেছেন তামিম। তিন ফরম্যাটে তামিম খেলেছেন ৩৯১ ম্যাচ। রান করেছেন ১৫২৪৯। সেঞ্চুরি করেছেন ২৫টি। হাফ সেঞ্চুরি ৯৪টি। বিপিএলে ৭টি দলের হয়ে তামিম খেলেছেন ১১৭ ম্যাচ। যেখানে তিনি রান করেছেন ৩৭৮১। ২টি সেঞ্চুরি আর ৩১টি হাফ সেঞ্চুরি করেছেন তামিম বিপিএলে। দেশের ক্রিকেটকে সমৃদ্ধ করার ক্ষেত্রে তামিমের অবদান অনস্বীকার্য। যা স্বীকার করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তাইতো আজ বিপিএলের পুরষ্কার বিতরনের আগে তামিমকে বিশেষ সম্মাননা দিতে চায় বিসিবি। আর যদি আজ তামিমের দল চ্যাম্পিয়ন হয়ে যায় তাহলেতো কথাই নেই। সবমিলিয়ে সোনায় সোহাগা হয়ে যাবে।

পূর্ববর্তী নিবন্ধলিটল ফ্লাওয়ার স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
পরবর্তী নিবন্ধবিপিএলে এবার বাড়লো প্রাইজমানির পরিমাণ