ঘরের মাঠে চলতি বিপিএলে প্রথমবার খেলতে নেমে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অধিনায়ক শুভাগত হোম। কুমিল্লার বিপক্ষে চট্টগ্রাম পর্বের প্রথম ম্যাচে মাঠে নামছে স্বাগতিক দলটি।
ঢাকায় বিপিএলের দ্বিতীয় পর্ব শেষে দুই দলের পয়েন্টই সমান ১০। তবে নেট রানরেটে এগিয়ে দুইয়ে কুমিল্লা। তাই মাঠের লড়াইয়ে কেউ কাউকে ছেড়ে কথা বলবে না, এটা নিশ্চিতভাবে বলাই যায়।
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে দুপুর দেড়টায় শুরু হয় দুই দলের হাড্ডাহাডি এই লড়াই।
ঘরের মাঠে এক পরিবর্তন নিয়ে মাঠে নামছে চট্টগ্রাম। অন্যদিকে জয়ের ধারা অব্যাহত রাখতে তিন পরিবর্তন এনেছে সফরকারীরা।
কুমিল্লা একাদশ : লিটন দাস (অধিনায়ক), মাহিদুল ইসলাম অংকন, তাওহীদ হৃদয়, মঈম আলী, উইল জ্যাকস, ব্রুক গেস্ট, জাকের আলী, ম্যাথিউ ফোর্ড, তানভীর ইসলাম, রিশাদ হোসেন ও মোস্তাফিজুর রহমান।
চট্টগ্রাম একাদশ : জস ব্রাউন, তানজিদ হাসান, সৈকত আলী, টম ব্রুস, শাহাদত হোসেন, কার্টিস ক্যাম্ফার, শুভাগত হোম (অধিনায়ক), শহিদুল ইসলাম, নিহাদুজ্জামান, বিলাল খান ও আল-আমিন হোসেন।