আগামী ৩০ নভেম্বর অনুষ্ঠিত হবে বিপিএলের দ্বাদশ আসরের নিলাম। শুরুতে ৫ দলের অংশগ্রহণের কথা থাকলেও শেষ মুহূর্তে নতুন ফ্র্যাঞ্চাইজি হিসেবে যুক্ত হয়েছে ‘নোয়াখালী এক্সপ্রেস’। আর অভিষেক আসরেই দল গুছাতে চমক দেখাতে শুরু করেছে দেশটি। নোয়াখালীর দল গঠন ও তারকা সমাহার দেশ ট্রাভেলসের মালিকানাধীন নোয়াখালী এক্সপ্রেস তাদের কোচিং প্যানেলের প্রধান হিসেবে নিয়োগ দিয়েছে অভিজ্ঞ খালেদ মাহমুদ সুজনকে। সরাসরি চুক্তিতে তারা দলে ভিড়িয়েছে জাতীয় দলের দুই তারকা ক্রিকেটার সৌম্য সরকার ও পেসার হাসান মাহমুদকে। গত মৌসুমে সৌম্য খেলেছিলেন রংপুর রাইডার্সে এবং হাসান ছিলেন খুলনা টাইগার্সে। বিদেশি ক্রিকেটার সংগ্রহের ক্ষেত্রেও পিছিয়ে নেই নতুন এই ফ্র্যাঞ্চাইজি। ক্যারিবীয় হার্ডহিটার ব্যাটার জনসন চার্লসকে দলে ভেড়ানোর আলোচনা প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানা গেছে।












