বিপিএলে এবার বাড়লো প্রাইজমানির পরিমাণ

ক্রীড়া প্রতিবেদক | শুক্রবার , ৭ ফেব্রুয়ারি, ২০২৫ at ৭:০০ পূর্বাহ্ণ

বিপিএল নিয়ে এবার অনেক তর্ক এবং বিতর্ক। অনেক অব্যবস্থাপনা, অসামঞ্জস্যতার অভিযোগ আছে। এর মাঝেও মাঠের হিসেব একটু আলাদা। এবারের বিপিএলে মাঠের ক্রিকেটে তুলনামূলকভাবে বেড়েছে রান। পাশাপাশি বাড়ানো হয়েছে টুর্নামেন্টের প্রাইজমানির পরিমাণও। গত আসরের চেয়ে এবার ২ কোটি ৩ লাখ টাকা বেশি দেওয়া হবে বিপিএলের সমাপনী দিনে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফাইনালের আগের দিন সন্ধ্যায় বিপিএলের প্রাইজমানির ঘোষণা দিয়েছে বিসিবি। সব মিলিয়ে মোট ৫ কোটি ৩১ লাখ টাকার পুরস্কার দেওয়া হবে এবার। গত আসরে এই অঙ্ক ছিল ৩ কোটি ২৮ লাখ টাকা। শিরোপার লড়াইয়ে শুক্রবার মাঠে নামবে ফরচুন বরিশাল ও চিটাগং কিংস। ফাইনালের জয়ী দল পাবে আড়াই কোটি টাকা। আর রানার্সআপদের জন্য থাকবে দেড় কোটি টাকার অর্থ পুরস্কার। গত আসরে এই অঙ্ক ছিল যথাক্রমে দুই কোটি ও এক কোটি টাকা। এবার নতুন করে তৃতীয় ও চতুর্থ হওয়া দুই দলের জন্যও থাকছে অর্থ পুরস্কার। এলিমিনেটর হেরে বিদায় নেওয়া রংপুর রাইডার্স পাবে ৪০ লাখ টাকা। দ্বিতীয় কোয়ালিফায়ারে চিটাগংয়ের কাছে হেরে যাওয়ার খুলনা টাইগার্সের জন্য থাকছে ৬০ লাখ টাকা। ফাইনালের সেরা ক্রিকেটার পাবেন ৫ লাখ টাকা। টুর্নামেন্টের সেরা ক্রিকেটারের জন্য থাকবে ১০ লাখ টাকার অর্থ পুরস্কার। অলরাউন্ড নৈপুণ্যে সেরা হওয়ার দৌড়ে অনেকটাই এগিয়ে মেহেদী হাসান মিরাজ। তার দলের মোহাম্মদ নাঈম শেখের সম্ভাবনাও আছে যথেষ্ট। গতবারের মতো এবারও আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক পাবেন ৫ লাখ টাকা। এক সেঞ্চুরি ও তিন ফিফটিতে ৫১১ রান করা নাঈম শেখ অনেক এগিয়ে আছেন ফাইনালে ওঠা দুই দলের ব্যাটসম্যানদের চেয়ে। প্রথম পর্বে বাদ পড়া দুর্বার রাজশাহীর হয়ে ২৫ উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ। বিপিএলে এক আসরে সর্বোচ্চ উইকেটের রেকর্ড গড়ে তিনিই সেরা বোলার হওয়ার লড়াইয়ে ফেভারিট। তাকে ছুঁতে হলেও ফাইনালে ৫ উইকেট নিতে হবে সৈয়দ খালেদ আহমেদের। টুর্নামেন্টের সেরা ফিল্ডার পাবেন ৩ লাখ টাকা। ১২ ম্যাচে ১৩ ক্যাচ নিয়ে এই পুরস্কারে এগিয়ে সিলেট স্ট্রাইকার্সের অধিনায়ক আরিফুল হক। এবারই প্রথম অন্তর্ভুক্ত করা হয়েছে ইমার্জিং ক্রিকেটার অব দা টুর্নামেন্ট পুরস্কার। যার জন্য থাকছে ৩ লাখ টাকা।

পূর্ববর্তী নিবন্ধবিপিএল ফাইনালে তামিমকে বিদায়ী সংবর্ধনা দেবে বিসিবি
পরবর্তী নিবন্ধ‘প্রথম দল’ হিসেবে একুশে পদক পাচ্ছে সাফজয়ী মেয়েরা