বিপিএলের এবারের আসরের সর্বোচ্চ উইকেটের মালিক শরীফুল

ক্রীড়া প্রতিবেদক | শনিবার , ২ মার্চ, ২০২৪ at ৭:৩৭ পূর্বাহ্ণ

বাংলাদেশের পেস বোলারদের মধ্যে তিনি এখন সবার উপরে। তার বোলিং যেকোন দলের ব্যাটারদের জন্য আতংকের নাম। এবারের বিপিএলেও দারুণ সফল শরীফুল ইসলাম। দুর্দান্ত ঢাকার হয়ে খেলা এই পেসার শুরু থেকেই বল হাতে আগুন ঝরিয়েছেন। এবারের আসরে ১২ ম্যাচে ২২ উইকেট দখল করেছেন শরিফুল । আর সে সাথে জিতেছেন সর্বাধিক উইকেট শিকারীর ৫ লক্ষ টাকার পুরষ্কারও। তার ধারেকাছেও কেউ ছিলেন না। শরিফুলের নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন রংপুর রাইডার্সের সাকিব আল হাসান। বাঁহাতি স্পিনার সাকিবের উইকেট ১৩ ম্যাচে ১৭ টি। এছাড়া রংপুরের অফস্পিনার শেখ মেহেদি ১৬ আর চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বেলাল খানও ১৬ টি করে উইকেট পেয়েছেন। তাদের কারো দল ফাইনালে ওঠেনি। তাই তাদের আর কোনো সম্ভাবনাও ছিলনা এই পুরষ্কার জেতার। ফাইনালে খেলা ফরচুন বরিশাল পেসার মোহাম্মদ সাইফউদ্দিন গতকাল পেয়েছেন একটি উইকেট। আর তাতে তার শিকার ৯ ম্যাচে ১৫ উইকেট। শরীফুলকে টপকাতে ৯ উইকেট পেতে হতো সাইফউদ্দিনকে। সেটা তিনি পারেননি। কুমিল্লার বাঁহাতি স্পিনার তানবির ইসলামের জন্য কাজটি ছিল আরো বেশি কঠিন। ফাইনালে তাকে দশ উইকেট নিতে হতো শরীফুলকে টপকাতে। সেটা সম্ভব হয়নি কারো পক্ষে। তাই অনুমিতভাবেই শরিফুলই হয়েছেন এবারের বিপিএলের সর্বাধিক উইকেটশিকারি।

পূর্ববর্তী নিবন্ধবেইলি রোডে অগ্নিকাণ্ডের ঘটনায় সাকিব-তামিম-মুশফিকদের শোক
পরবর্তী নিবন্ধসিপিডিএল রুবিকন সিটি কর্পোরেট স্পোর্টস কার্নিভাল এর সমাপ্তি