বিপনি বিতান মার্চেন্ট ওয়েলফেয়ার কমিটির দায়িত্ব গ্রহণ

| মঙ্গলবার , ২০ মে, ২০২৫ at ৯:৩৬ পূর্বাহ্ণ

বিপণি বিতান মার্চেন্ট ওয়েলফেয়ার কমিটির নব নির্বাচিত কর্মকর্তা ও সদস্যদের শপথ পাঠ ও দায়িত্ব গ্রহণ গতকাল সোমবার অনুষ্ঠিত হয়। এরআগে নির্বাচনে সৈয়দ খুরশিদ আলম সভাপতি এবং মো. নিজাম উদ্দিন শারুদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এছাড়া সহ সভাপতি নির্বাচিত হয়েছেন মো. নুরুল আবছার চৌধুরী ও মোহাম্মদ শাহজাহান চৌধুরী। যুগ্ম সম্পাদক নির্বাচিত হয়েছেন সামশুদ্দিন আহমেদ এবং ফরমান উল্লাহ ও অর্থ সম্পাদক মুশফিকুর রহমান ফাহিম। মো. শোয়েব, মো. জাহাঙ্গীর আলম, মোহাম্মদ আজম ইকবাল, জানে আলম, রনি সাহা, মো. রেজাউল করিম, মোহাম্মদ জামাল উদ্দিন ও মো. নাজিম উদ্দিন সদস্য নির্বাচিত হন। সভাপতিত্ব করেন বিপনি বিতান মার্চেন্টস ওয়েল ফেয়ার কমিটির তত্ত্বাবধায়ক বডির আহ্বায়ক আবুল কাশেম। কমিটির নব নির্বাচিত কর্মকর্তা ও সদস্যদের শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার মো. জাহিদুল হাসান। দায়িত্ব অর্পণ করেন তত্ত্বাবধায়ক বডির আহবায়ক আবুল কাশেম। বক্তব্য রাখেন নির্বাচন কমিশনার মোহাম্মদ সাগির। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মোহাম্মদ নিজাম উদ্দিন শারুদ, মোহাম্মদ শাহজাহান চৌধুরী ও সৈয়দ খুরশিদ আলম। প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান তার বক্তব্যে বিপণি বিতানের উন্নয়ন ও কল্যাণে নিজেকে নিয়োজিত ও উৎসর্গ করার জন্য নব নির্বাচিতদের প্রতি আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় বিভিন্ন অপরাধে ৪ দোকানিকে জরিমানা
পরবর্তী নিবন্ধসাউদার্ন ভার্সিটিতে এসেসমেন্ট অব সিএলও-পিএলও-পিইও বিষয়ক কর্মশালা