বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে হবে

ফটিকছড়িতে জেলা পরিষদ প্রশাসক

| রবিবার , ২৫ আগস্ট, ২০২৪ at ৯:১২ পূর্বাহ্ণ

চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) ও চট্টগ্রাম জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক মো. আনোয়ার পাশা বলেছেন, বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোই হচ্ছে আসল ধর্ম। সেখানে কোন জাত ধর্ম গোত্র নেই। বন্যা কবলিত মানুষকে সাহায্য সহযোগিতা ও চিকিৎসা সেবা দেয়াটা প্রতিটি মানুষের মৌলিক দায়িত্ব। তাই চট্টগ্রামে বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়িয়েছে চট্টগ্রাম জেলা পরিষদ।

তিনি গতকাল ফটিকছড়ির ধর্মপুর, বখতপুরে বন্যা কবলিত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণকালে সাংবাদিকদের এসব কথা বলেন। এ সময় জেলা পরিষদের প্রধান নির্বাহী সাব্বির ইকবাল উপস্থিত ছিলেন।

তিনি বলেন, জেলা পরিষদ আগে বন্যা পরবর্তী অবকাঠামো উন্নয়নের কাজ করতো। এখন মানুষের জানমাল খাদ্য সংকট নিরসন ও চিকিৎসা সামগ্রী প্রদানের কাজ করারও উদ্যোগ নিয়েছে। তাই জেলা পরিষদ তহবিল থেকে চাল, ডাল, তেল, চিনি, চিড়া, গুড়, দেশলাই, মোমবাতি, খাবার স্যালাইন প্রদান করা হচ্ছে। এ সময় বক্তব্য রাখেন সামাজিক সংগঠন সমপ্রযুগ সভাপতি লোকমান বাদশা, সাবেক সভাপতি আবদুস ছালাম পিপুল, সৈয়দ বশির, সাধারণ সম্পাদক এস এম আজম, সোলাইমান আকাশ, নব প্রত্যয় সংগঠনের সভাপতি হাসান উল্লাহ, সাধারণ সম্পাদক আরিফুল ইমলাম, সমাজসেবক এস এম বাবু প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনিষ্ঠা ফাউন্ডেশনের সাথে কিডনি ফাউন্ডেশনের মতবিনিময় সভা
পরবর্তী নিবন্ধ৬ ইঞ্চি করে খুলে দেয়া হলো কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট