সামাজিক সাংস্কৃতিক সংগঠন সন্দীপনা কেন্দ্রীয় সংসদের সঙ্গীত, নাটক, আবৃত্তি, চারুকলা ও লোককলা বিভাগের আয়োজনে বিনয় বাঁশী জলদাসের ১৯তম প্রয়াণ উপলক্ষে ভার্চুয়াল সভা গত ৬ এপ্রিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সন্দীপনার সভাপতি যদু গোপাল বৈষ্ণব। স্বাগত বক্তব্য রাখেন সন্দীপনার প্রতিষ্ঠাতা পরিচালক ভাস্কর ডিকে দাশ মামুন। প্রধান অতিথি ছিলেন চবি সিনেট সদস্য ড. মঞ্জুর-উল-আমিন চৌধুরী।
উপস্থিত ছিলেন সাংবাদিক বেলায়েত হোসেন, অধ্যক্ষ শেখ এ রাজ্জাক রাজু, হাবিবুর রহমান হাবিব, উজ্জ্বল কান্তি বড়ুয়া, দেবব্রত দে দেবু, সাংবাদিক মুকুল শিকদার, আলী আহাম্মদ, বাবুল কান্তি দাশ, তাজুল ইসলাম রাজু, ডা. ডি কে ঘোষ, অধ্যক্ষ বিজয় লক্ষ্মী দেবী, এম এ হাশেম, অধ্যাপক উপনান্দ মহাথের, কবিয়াল আবদুল লতিফ ও সন্তোষ কুমার দে, নিবেদিতা আচার্য, প্রণব রাজ বড়ুয়া, দেব প্রসাদ দাশ দেবু, মো. রাকিব, মোশারফ হোসেন খান রুনু, হারুনুর রশিদ, দেলোয়ার হোসেন প্রমুখ। সঞ্চালনায় ছিলেন মেজবাহ উদ্দিন চৌধুরী ও নাট্যকর্মী নন্দিনী দেব।
বক্তারা বলেন, বিনয় বাঁশী বড় মাপের শিল্পী। তাঁর যাদুকরী বাদন দ্যুতি ছড়িয়েছে দেশে-বিদেশে। বক্তারা তাঁর ভাস্কর্য সংস্কার এবং তাঁর বিষয়ে গবেষণা কেন্দ্র ও আর্কাইভ স্থাপনের দাবি জানান। প্রেস বিজ্ঞপ্তি।