স্মরণকালের ভয়াবহ অর্থনৈতিক সংকটে জর্জরিত পাকিস্তান। এ অবস্থায় দেশটির প্রধানমন্ত্রী পদে বিনা বেতনে কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন ক্ষমতাসীন জোট সরকারের প্রধান শেহবাজ শরিফ। একই সিদ্ধান্ত নিয়েছেন সরকারের আরও ১৪ মন্ত্রী। গতকাল বৃহস্পতিবার পাকিস্তানের অন্যতম শীর্ষ সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন সংবাদ দিয়েছে। খবরে বলা হয়েছে, ১২ জন পূর্ণ মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীসহ বিনা বেতনে কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন শেহবাজ শরিফ। যে মন্ত্রীরা তার সিদ্ধান্তে একাত্মতা পোষণ করছেন তারা সবাই শেহবাজ নেতৃত্বাধীন রাজনৈতিক দল পাকিস্তান মুসলিম লীগ–নওয়াজের (পিএমএলএন) সদস্য। খবর বাংলানিউজের।