বিনা প্রতিদ্বন্দ্বিতায় এফবিসিসিআইর পরিচালক হচ্ছেন ৭৮ জন

| মঙ্গলবার , ২৭ এপ্রিল, ২০২১ at ৭:১৪ পূর্বাহ্ণ

ব্যবসায়ী-শিল্পপতিদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই পরিচালনা পর্ষদের নির্বাচনে পরিচালক পদে সব প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। গতকাল সোমবার মনোয়নপত্র প্রত্যাহারের শেষ দিন চারজন প্রার্থী তাদের মনোয়ন প্রত্যাহার করায় ৭৮ জন পরিচালক প্রার্থীর সবাই বিজয়ী হতে যাচ্ছেন। খবর বাংলানিউজের। ২০২১-২৩ মেয়াদের এ নির্বাচনে গত ৩১ মার্চ পরিচালক পদে ৭৮টি পদের বিপরীতে ৮২ জন প্রার্থীকে যাচাই-বাছাই শেষে চূড়ান্ত করেন নির্বাচন পরিচালনা বোর্ড। এদের মধ্যে অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে আক্কাস মাহমুদ ও আলীম জামান এবং চেম্বার গ্রুপ থেকে ব্রাহ্মণবাড়িয়ার আজিজুল হক ও গাইবান্ধার আবুল খায়ের মোরসালিন পারভেজ মনোনয়ন প্রত্যাহার করেন। চারজন প্রার্থী বেশি থাকায় আগামী ৫ মে পরিচালক পদে ভোটগ্রহণের কথা ছিল। নির্বাচন বোর্ড সূত্র জানায়, এরমধ্যে মনোনীত পরিচালক পদে চেম্বার গ্রুপে ১৬টি ও অ্যাসোসিয়েশন গ্রুপে ১৬টি পদের বিপরীতে ১৬ জন করে মোট ৩২ জন প্রার্থী হয়েছেন। দু’টি মনোনীত পরিচালক পদে প্রার্থী দেয়নি গোপালগঞ্জ চেম্বার ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি-বায়রা। অপরদিকে ভোটের মাধ্যমে নির্বাচিত হওয়ার জন্য চেম্বার গ্রুপের ২৩ পদের বিপরীতে ২৩ জন ও অ্যাসোসিয়েশন গ্রুপের ২৩ পদের বিপরীতে ২৩ জন প্রার্থী হয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধলবণবাহী কাভার্ড ভ্যানে মিলল ২৮ হাজার ইয়াবা
পরবর্তী নিবন্ধবাঁশখালীর ঘটনায় নিহত শ্রমিক পরিবার পাবেন ২ লাখ ও আহতরা ৫০ হাজার টাকা