বিনা অপারেশনে হৃদরোগ মুক্তি ও বিনা তেলে রান্না কর্মশালা

পুনাক-সাওল

| বৃহস্পতিবার , ৩ নভেম্বর, ২০২২ at ৬:০৮ পূর্বাহ্ণ

হৃদরোগ, ডায়াবেটিস, ব্লাডপ্রেসার, মানসিক চাপের মতো মহাঘাতক রোগের মূল কারণ ফুডহ্যাবিট ও লাইফস্টাইল পরিবর্তনের মাধ্যমে স্থায়ী চিকিৎসার পথিকৃৎ সাওল হার্ট সেন্টার এবং বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) যৌথ উদ্যোগে পুনাক ভবনে গতকাল সাওল হার্ট সেমিনার ও বিনা তেলে রান্নার প্রশিক্ষণ ও কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠান উদ্বোধন করেন, পুনাকের বর্তমান সভাপতি তৈয়াবা মুসাররাত জাঁহা চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, সাওল হার্ট সেন্টার, বাংলাদেশের প্রতিষ্ঠাতা কবি মোহন রায়হান।
অনুষ্ঠানে সাওল ভারতের প্রতিষ্ঠাতা কিংবদন্তি হৃদরোগ ও লাইফস্টাইল বিশেষজ্ঞ ডা. বিমল ছাজেড় ভিডিও বক্তব্যের মাধ্যমে বিনা রিং, বিনা অপারেশনে হৃদরোগ চিকিৎসা ও বিনা তেলে রান্নার বিষয়ে পুঙ্খানুপুঙ্খ তুলে ধরেন। সাওলের ইয়োগা-মেডিটেশন ও শরীর চর্চা বিশারদ ডা. কুশল রায় ইয়োগা মেডিটেশন ও ব্যায়াম প্রশিক্ষণ দেন। সাওলের প্রধান নির্বাহী কাজল কথা ১২ রকমের বিনা তেলে রান্না খাবার তৈরির প্রশিক্ষণ দেন। স্বাস্থ্য সম্পাদক ডা. প্রথমা রহমান এবং প্রশিক্ষণ সম্পাদক জীবন নাহারের উপস্থাপনায় দিনব্যাপী কর্মশালায় ধন্যবাদ জ্ঞাপন করেন পুনাকের সাধারণ সম্পাদক নাসিম আমিন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমিলেনিয়াম পাবলিক স্কুল অ্যান্ড কলেজে পুরস্কার বিতরণ
পরবর্তী নিবন্ধযুব রেড ক্রিসেন্ট সিটি কলেজ ইউনিটের স্বেচ্ছাসেবকদের বিদায়