বিনাজুরী ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচি

রাউজান প্রতিনিধি | বৃহস্পতিবার , ৩০ জুন, ২০২২ at ১১:১০ পূর্বাহ্ণ

রাউজানের বিনাজুরী ইউনিয়ন পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। গতকাল বুধবার কর্মসূচি উদ্বোধন করেন ইউনিয়নের চেয়ারম্যান রবীন্দ্র লাল চৌধুরী। কুণ্ডেশ্বরী সড়কের দুপাশে চারা লাগানোর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, এমপি ফজলে করিম চৌধুরীর দেয়া দুই হাজার চারা রোপণ করা হবে বিদ্যালয়, ধর্মীয় প্রতিষ্ঠানসহ ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে ও রাস্তার পাশে।

এতে উপস্থিত ছিলেন ইউপি সদস্য কামরুল ইসলাম বাচ্চু, খোকন বড়ুয়া, রুপালী চৌধুরী, সার্জেন্ট (অব.) রনজিৎ বড়ুয়া, উত্তম বিশ্বাস, নেপাল মহাজন, রাখাল বড়ুয়া, সরোয়ার আজাদ, মিন্টু কুমার বড়ুয়া, অশোক চৌধুরী, বিধু ভূষণ বড়ুয়া, মো. মহিউদ্দিন, সবুজ বড়ুয়া, উদয়ন বড়ুয়া, অনিক বড়ুয়া, জুয়েল মহাজন প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধশুলকবহরে আফছারুল আমীন এমপির ১৫ প্রকল্পের চেক বিতরণ
পরবর্তী নিবন্ধশিশুদের মাঝে জুনিয়র চেম্বারের শিক্ষা উপকরণ বিতরণ