ইউক্রেনের জ্বালানি নেটওয়ার্কে বড় ধরনের হামলা চালিয়েছে রাশিয়া। বিদ্যুৎ গ্রিডে হামলায় বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে ১০ লাখের বেশি মানুষ। গোটা দেশজুড়ে পূর্বের খারকিভ থেকে দূর পশ্চিমের লুৎস্ক এবং দক্ষিণের ওডেসা পর্যন্ত বিদ্যুৎ গ্রিডে বিস্ফোরণের খবর এসেছে। খবর বিডিনিউজের।
রাজধানী কিয়েভে কর্তৃপক্ষ জানায়, প্রায় সাড়ে ৯ ঘণ্টা ধরে হামলা হয়েছে। বিদ্যুৎ সংযোগ ফেরাতে কাজ চলছে। ক্ষতিগ্রস্ত অবকাঠামোও মেরামত করা হচ্ছে। তবে বিদ্যুৎ সরবরাহ বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত বন্ধ রাখা হতে পারে বলে ইউক্রেনীয়দের জানিয়েছে কর্তৃপক্ষ। বিবিসি জানায়, গত বুধবার রাতে ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া। সেই হামলায় বিস্ফোরণের শব্দ শোনা যায় গোটা দেশজুড়ে। হামলার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি টেলিগ্রামে এক পোস্টে বলেন, নিশানা হয়েছে আমাদের জ্বালানি খাত।