বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২৫ ফেব্রুয়ারি, ২০২২ at ৮:৫৬ পূর্বাহ্ণ

সন্দ্বীপের হারামিয়া ইউনিয়নে নির্মাণাধীন দিদার টাওয়ারের শ্রমিক মো. মামুন (২৪) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে। গতকাল বৃহস্পতিবার দুপর ১টায় সন্দ্বীপ কমপ্লেক্স ও সেনেরহাটের মাঝামাঝি জায়গায় এ ঘটনা ঘটে। নিহত মামুন হরিশপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মোল্লা বাড়ির মো. করিমের ছেলে।
সূত্র জানায় বৃহস্পতিবার দুপুরে দিদার টাওয়ারে কাজ করার সময় মামুন দেখতে পান পাশের এক বিল্ডিংয়ে হেলাল নামের এক শ্রমিক বিদ্যুৎস্পৃষ্ট হতে। তখন সে তাকে বাঁচাতে গেলে নিজেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। আহত অবস্থায় মামুনকে সন্দ্বীপ মেডিকেল সেন্টারে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বশির আহমেদ খান আজাদীকে জানান নিহত মামুনের লাশ পোস্টমর্টেম করার জন্যে মর্গে পাঠানো হয়েছে। এছাড়া হেলাল নামের আহত হওয়া অপর শ্রমিক সুস্থ ও আশংকামুক্ত আছেন।

পূর্ববর্তী নিবন্ধভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে দেশকে এগিয়ে নিতে হবে : রানা দাশগুপ্ত
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে নির্মাণাধীন ঘরের দেয়াল ধসে শ্রমিকের মৃত্যু