পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিঃ (পিজিসিভি) ৪০০ কেভি বিদ্যুৎ সঞ্চালন লাইনের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কয়েকশ ফুট উপর থেকে নিচে পড়ে রাব্বি (২০) ও রাকিব (২৫) নামে বিদ্যুৎ বিভাগের ২ কর্মী গুরুতর আহত হয়েছেন।
আজ সোমবার বিকালে রাউজান উপজেলার উরকিরচর ইউনিয়নের মাইজ্জেমিয়ার ঘাটার চট্টগ্রাম-কাপ্তাই সড়কের পাশে এ ঘটনা ঘটে।
গুরুতর আহত দুই পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিঃ (পিজিসিভি) কর্মী নড়াইলের বাসিন্দা বলে জানা গেছে।
স্থানীয় লোকজন জানান, বিকালে ৪০০ কেভি বিদ্যুৎ সঞ্চালন লাইনে কাজ করার সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হন তারা। এ সময় তারা কয়েকশফুট উপরে ঝুলন্ত অবস্থায় ছিলেন। পরবর্তীতে স্থানীয় লোকজন ও পিজিসিভির ঠিকাদারী প্রতিষ্ঠান কর্তৃপক্ষ ঘটনাস্থলে গিয়ে ওই দুই কর্মীকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।
তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন স্থানীয়রা। চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ-২ সমিতির নোয়াপাড়া জোনাল অফিসের এজিএম মেহেদী হাসান চৌধুরী বলেন, আমাদের পল্লী বিদ্যুতের কেউ আহত হয়নি। তবে পাওয়ার গ্রিড কোম্পানির ২ কর্মী কাজ করার সময় আহত হয়েছে বলে শুনেছি।
এদিকে ঘটনা সম্পর্কে জানতে চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজার মোহাম্মদ সরওয়ার জাহানের নম্বরে একাধিকবার ফোন করা হলেও সংযোগ পাওয়া যায়নি।