রাতের বৃষ্টিতে ভবনের নিচে জমে যায় পানি। সেই পানি অপসারণে পাম্প লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন ভবনটির কেয়ারটেকার মো. তৈয়ব (৪৫)। তার চিৎকার শুনে উদ্ধার করতে এগিয়ে আসেন ওই ভবনের বাসিন্দা ১৪ বছরের কিশোর মো. রবিউল। বিদ্যুৎস্পৃষ্ট হয় সেও। গতকাল রোববার সকাল ৮টার দিকে নগরের জিইসি মোড় এলাকার এম এম আলী রোডের বশর ভিলায় এ ঘটনা ঘটে। পরে বিদ্যুৎস্পৃষ্ট দুজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
জানা গেছে, নিহত তৈয়বের বাড়ি মীরসরাই উপজেলায়। রবিউল কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার জাবিরপাড়া এলাকার হুমায়ুনের ছেলে। তিন ভাইয়ের মধ্যে সে মেজ। গতকাল বিকালে ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, অ্যাম্বুলেন্সে রাখা হয়েছে রবিউলের মরদেহ। সন্তান হারিয়ে রবিউলের মা শোকে পাথর হয়ে আছেন। তাকে সান্ত্বনা দিচ্ছিলেন স্বজনরা। রবিউলের এক ভাই বলেন, বাসায় আমরা একসঙ্গে ছিলাম। চিৎকার শুনে আমার ভাই নিচে যায়। ওখানে দারোয়ানকে উদ্ধার করতে গিয়ে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির সাংবাদিকদের বলেন, বৃষ্টিতে ভবনটির নিচে পানি জমে যায়। কেয়ারটেকার তৈয়ব পানিতে নামলে বিদ্যুতায়িত হন। পরে তাকে উদ্ধার করতে গেলে রবিউলও বিদ্যুৎস্পৃষ্ট হয়।