বিদ্যুৎসহ জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের সমাবেশ

| রবিবার , ৩ মার্চ, ২০২৪ at ৭:৪৭ পূর্বাহ্ণ

বিদ্যুৎ সহ জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে নগরীতে বিক্ষোভ সমাবেশ করেছে বাম গণতান্ত্রিক জোট। গতকাল শনিবার নগরীর সিনেমা প্যালেস চত্বরে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সিপিবি জেলা শাখার সভাপতি কমরেড অশোক সাহার সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মুহম্মদ জাহাঙ্গীর, বাসদ জেলা শাখার ইনচার্জ আল কাদেরী জয়, মুজিবুল হক বিএসসি। সমাবেশ পরিচালনা করেন বাসদ জেলা শাখার সদস্য আহমদ জসীম। সমাবেশে বক্তারা বলেন, এমনিতেই নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের অসহনীয় মূল্যবৃদ্ধিতে দেশের মানুষ বিপর্যস্ত। বিদ্যুৎ, গ্যাসের মূল্য বাড়লে জিনিসপত্রের দাম আরো বাড়বে। ফলে নিম্নবিত্ত মধ্যবিত্ত জনসাধারণ অবর্ণনীয় ভোগান্তিতে পড়বে। সরকার মুখে দ্রব্যমূল্য কমানোর কথা বললেও বাস্তবে উল্টো পদক্ষেপ গ্রহণ করছে। নেতৃবৃন্দ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য স্থিতিশীল রাখার জন্য সরকারের প্রতি দাবি জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ার চরকানাই তরুণ সংঘের সংবর্ধনা সভা
পরবর্তী নিবন্ধকোরআনের মধ্যেই নিহিত রয়েছে সাম্য ও শান্তির ফল্গুধারা