বিদ্যুৎবিহীন বাঁশখালী, হাসপাতালের চি‌কিৎসা চলছে মোমবা‌তি জ্বা‌লিয়ে

বাঁশখালী প্রতি‌নি‌ধি | সোমবার , ২৭ মে, ২০২৪ at ৮:৫০ অপরাহ্ণ

ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে বিগত দু‌দিন ধ‌রে বাঁশখালীর অ‌ধিকাংশ স্থান বিদ্যুৎবিহীন। ফলে জনজীবনে নেমে এসেছে নানা দুর্ভোগ।

অ‌ধিকাংশ অ‌ফিস আদাল‌ত ও বা‌ড়িঘ‌রে বিদ্যুৎ না থাকায় চরম ভোগা‌ন্তিতে পড়েছে উপজেলাবাসী।

বিশেষ করে হাসপাতালের চি‌কিৎসা চলছে মোমবা‌তি জ্বা‌লিয়ে। সে ব্যাপারে জানার জন্য পল্লী বিদ্যুতের দা‌য়িত্বশীলদের সাথে যোগাযোগ করা হলেও কোন বক্তব্য পাওয়া যায়‌নি। তবে এতে করে সবচেয়ে বে‌শি ভোগা‌ন্তিতে পড়েছে রোগীরা।

এ ব্যাপারে বাঁশখালী হাসপাতালে জরুরি বিভাগে কর্তব্যরত এক ডাঃ সামা‌জিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লি‌খেন, ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে সারাদিন বৃষ্টি আর বাতাস…স্বাভাবিকভাবেই বিদ্যুৎ, আইপিএস ডাউন, শেষ ভরসা মোমবাতি। ছোটবেলায় মোমবাতির আলোয় পড়াশোনা করে কর্মজীবনে মোমবাতির আলোয় জনগণের সেবা করার সুযোগ দিয়েছেন আল্লাহতায়ালা।

এ‌দি‌কে বিদ্যুৎবিহীন বাঁশখালীতে পা‌নিসহ নানা সমস্যায় রয়েছে সাধারণ জনগণ, হঠাৎ করে মোমবা‌তির বেচাবি‌ক্রি ‌বেড়েছে দোকানগুলোতে।

পূর্ববর্তী নিবন্ধ“ইতে আনারস, ইতেরে মার”- বলে পটিয়ায় আ’লীগ নেতাকে বেধড়ক পিটুনি 
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে কলাবাগিচা খালে ভেসে উঠলো লাশ