বিদ্যুতের প্রিপেইড মিটার নিয়ে অভিযোগের তদন্ত কেন নয়

রুল জারি

| বুধবার , ১২ জুন, ২০২৪ at ৮:২৪ পূর্বাহ্ণ

বিদ্যুতের প্রিপেইড মিটারে বিল আদায় ব্যবস্থায় স্বচ্ছতা আনাসহ কয়েকটি বিষয়ের তদন্ত করতে কেন নির্দেশনা দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে হাই কোর্ট। একটি রিট আবেদনের শুনানি নিয়ে গতকাল মঙ্গলবার বিচারপতি মো. মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের বেঞ্চ এ রুল জারি করে। খবর বিডিনিউজের।

রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী সাইফুল্লাহ মামুন; সঙ্গে ছিলেন এ এম জামিউল হক ফয়সাল, আব্দুল্লাহ আল হাদী, কামরুল হাসান রিগান ও মো. জাকির হায়দার। বিদ্যুতের প্রিপেইড মিটারের বিল আদায় ব্যবস্থায় স্বচ্ছতা আনাসহ কয়েকটি নির্দেশনা চেয়ে গত ৬ জুন সুপ্রিম কোর্টের আইনজীবী এ এম জামিউল হক ফয়সাল, কামরুল হাসান রিগ্যান ও জাকির হায়দারের পক্ষে রিট আবেদন করেন আব্দুল্লাহ আল হাদী।

পূর্ববর্তী নিবন্ধএয়ার মার্শালের র‌্যাংক ব্যাজ পরিয়ে দেয়া হলো নতুন বিমানবাহিনী প্রধানকে
পরবর্তী নিবন্ধ‘জরুরি অবস্থা’ ঘোষণা করে ঢাকায় ফিরল এয়ার অ্যারাবিয়ার ফ্লাইট