মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারির মাধ্যমে কয়েক মাস পর পর বিদ্যুতের মূল্য বৃদ্ধির যে পদ্ধতি চালু হয়েছিল আওয়ামী লীগ সরকারের সময়ে, তা অনুসরণ করবে না অন্তর্বর্তীকালীন সরকার। বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান গতকাল রোববার দায়িত্ব গ্রহণের প্রথম দিন তার দপ্তরগুলোর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেন।
এদিন সকালে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সঙ্গে বৈঠক শেষে দুপুর ২টার পর বিদ্যুৎ ও জ্বালানি বিভাগের কর্মকর্তাদের সঙ্গে প্রায় তিন ঘণ্টা বৈঠক করেন উপদেষ্টা। পরে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। বৈঠকে প্রাথমিকভাবে তিনটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার অন্যতম হল তিন মাস পর পর বিদ্যুতের দাম বৃদ্ধির সরকারি সিদ্ধান্ত থেকে সরে আসা। খবর বিডিনিউজের।
বিদ্যুতের ভর্তুকি কমাতে চলতি বছর তিন মাস পর পর একটু একটু করে দাম বাড়ানোর সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন বিগত সরকারের জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। এখন নতুন উপদেষ্টা এসে সেই সিদ্ধান্তটি বাতিলের খবর জানালেন।
উপদেষ্টা বলেন, ঘন ঘন বিদ্যুতের মূল্য বৃদ্ধির যে ব্যাপারটা। সরকার একটা ক্ষমতা নিয়ে নিয়েছিল যে বিইআরসি লাগবে না, নিজেরা প্রয়োজন মনে করলে মূল্য বৃদ্ধি করতে পারবে। এটা একটা আইনের পরিবর্তনের বিষয়, আমার একার বিষয় না, উপদেষ্টা পরিষদের বিষয়।