বিদ্যুতের দাম পর্যালোচনায় কমিটি

| বৃহস্পতিবার , ২৩ জানুয়ারি, ২০২৫ at ৬:৫৮ পূর্বাহ্ণ

দীর্ঘদিনের ধরে চলে আসা সমালোচনার মধ্যে এবার বিদ্যুতের ট্যারিফ বা বিদ্যুতের দাম পর্যালোচনা করবে ছয় সদস্যের কমিটি। সদ্য বাতিল হওয়া বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) আইনের আওতায় ক্রয়চুক্তি হওয়া কোম্পানিগুলোর বিদ্যুতের দাম পর্যালোচনার জন্য মঙ্গলবার অন্তর্বর্তী সরকার এ কমিটি করেছে।

বিদ্যুৎ বিভাগের জারি করা আদেশে বলা হয়েছে, বিদ্যুতের দাম পর্যালোচনা, বিদ্যুৎকেন্দ্রগুলোর সঙ্গে চুক্তি নিয়ে নতুন করে আলোচনা ও সুপারিশ দেওয়ার জন্য একটি কমিটি গঠন করা হল। খবর বিডিনিউজের। গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের অধ্যাপক মো. কামরুল আহসানকে কমিটির আহ্বায়ক করা হয়েছে। সদস্য সচিব হিসেবে রয়েছেন বিদ্যুৎ বিভাগের উপসচিব (উন্নয়ন) মোহাম্মদ সোলায়মান।

অন্য সদস্যরা হলেন বিদ্যুৎ খাতের সংস্কার কমিটির আর্থিক মডেলিং বিশেষজ্ঞ ও পাওয়ার সেলের পরামর্শক তোহা মুহাম্মদ, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মনজুর আলম, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সদস্য (অর্থ) অঞ্জনা খান মজলিশ ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের পরিচালক (ক্রয় পরিদপ্তর) মো. নান্নু মিয়া। কমিটি প্রয়োজনে আরও সদস্য যুক্ত করতে পারবে। কমিটির সদস্যদের সভা ও সম্মানী ভাতা দেবে পাওয়ার সেল।

পূর্ববর্তী নিবন্ধব্যাংকে থাকা এস কে সুর পরিবারের লকার জব্দের আদেশ
পরবর্তী নিবন্ধআওয়ামী ফ্যাসিবাদের মূল ধারার নেতারা ধরাছোঁয়ার বাইরে