বিদেশে উচ্চ শিক্ষায় স্কলারশিপ পেল চবির ৫ শিক্ষার্থী

| বুধবার , ৭ অক্টোবর, ২০২০ at ১০:৪৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি এবং ইসলামিক স্টাডিজ বিভাগদ্বয়ের ৫ জন শিক্ষার্থী উচ্চ শিক্ষায় চার বছর মেয়াদি পূর্ণ স্কলারশিপ নিয়ে মিশরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের সুযোগ লাভ করেছে। আগামী ১০ অক্টোবর তারা মিশরের উদ্দেশ্যে রওনা হবে। এ উপলক্ষে উক্ত শিক্ষার্থীরা গতকাল মঙ্গলবার উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতারের তাঁর অফিস কক্ষে সৌজন্য সাক্ষাৎ করেন এবং এক মতবিনিময় সভায় মিলিত হন। এ সময় রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর এস এম মনিরুল হাসান, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মনজুরুল আলম, নাট্যকলা বিভাগের প্রফেসর ড. কুন্তল বড়ুয়া, ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ আবুল হোসাইন এবং প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া উপস্থিত ছিলেন। উপাচার্য স্কলারশিপ পাওয়া শিক্ষার্থীদের অভিনন্দন জানান। উল্লেখ্য, ৫ জন শিক্ষার্থী হলেন ইসলামিক স্টাডিজ বিভাগের সৈয়দ আল আমিন, নেছার আহমদ ও শোয়াইবুল ইসলাম এবং আরবি বিভাগের উসমান গণি ও রেজাউর রহমান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারায় স্বেচ্ছাসেবক দলের সংবর্ধনা সভা
পরবর্তী নিবন্ধবাংলাদেশ বৈদিক পরিষদ কেন্দ্রীয় কমিটির সভা