বিদেশি হস্তক্ষেপ বন্ধ ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে নির্বাচনে আসতে হবে

লালদীঘি মাঠে মহাসমাবেশে এম এ মতিন ।। ৩০০ আসনে প্রার্থী দিবে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট

| সোমবার , ২৭ নভেম্বর, ২০২৩ at ৯:৫৭ পূর্বাহ্ণ

বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চেয়ারম্যান মাওলানা এম এ মতিন বলেছেন, জাতীয় নির্বাচন ঘনিয়ে এলেই দেশিবিদেশি কুচক্রীরা মাথাচাড়া দিয়ে ওঠে। জাতীয় নির্বাচন কীভাবে কোন পদ্ধতিতে হবে তা দেশের রাজনীতিবিদরা বসে ফয়সালা করবেনএটাই কাম্য। কিন্তু রাজনীতিবিদরা আজ এক্ষেত্রে ব্যর্থ। ফলে দেশিবিদেশি কুচক্রীরা আমাদের দেশ নিয়ে অযাচিত হস্তক্ষেপের সুযোগ পাচ্ছে। রাজনীতির নাটাই দেশিবিদেশি ষড়যন্ত্রকারীদের হাতে চলে যাওয়া রাজনীতিবিদদের জন্য বড় লজ্জার বিষয়। দেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে বিদেশি হস্তক্ষেপ আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি সরাসরি আঘাতের শামিল। তাই দেশের রাজনীতি নিয়ে বিদেশি হস্তক্ষেপ রুখে দিতে এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে আসন্ন জাতীয় নির্বাচনে আসা দরকার। এজন্য ইসলামী ফ্রন্ট নির্বাচনে অংশ নেবে বলে তিনি ঘোষণা দেন এবং সারা দেশে এককভাবে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার কথা উল্লেখ করেন।

আসন্ন নির্বাচনে উৎসবমুখর পরিবেশে দলে দলে ভোট দিয়ে সুন্নিয়তের পক্ষে ব্যাল্ট বিপ্লব ঘটানোর আহ্বান জানান তিনি। আন্দোলনের নামে ধ্বংসাত্মক পথে না গিয়ে সাধারণ মানুষের জানমাল রক্ষায় বিরোধী দলকে এগিয়ে আসার আহ্বান জানান ইসলামী ফ্রন্ট চেয়ারম্যান এম এ মতিন। সূফিবাদি জনতার অধিকার আদায়, দুর্নীতি, অগ্নিসন্ত্রাস ও জঙ্গিবাদমুক্ত সমাজ প্রতিষ্ঠা, ফিলিস্তিনে ইসরাইলি আগ্রাসন বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ঘোষণার দাবি, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং চলমান সংঘাত সহিংসতার রাজনীতি থেকে বেরিয়ে এসে সব দলের অংশগ্রহণে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচনের দাবিতে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম জেলার উদ্যোগে গত শনিবার বিকালে চট্টগ্রাম লালদীঘি মাঠে আয়োজিত মহাসমাবেশে কেন্দ্রীয় চেয়ারম্যান এম এ মতিন প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। প্রেস বিজ্ঞপ্তি

পূর্ববর্তী নিবন্ধবিভিন্ন কলেজ-মাদরাসার সাফল্য
পরবর্তী নিবন্ধবাণিজ্য ঘাটতি হ্রাসে চিটাগাং চেম্বারের সহযোগিতা চান ভিয়েতনামের রাষ্ট্রদূত