নগরীর ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ডের শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী। গত বৃহস্পতিবার সকাল ১১টায় বহদ্দারহাটে ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ড কাউন্সিলর লায়ন এম আশরাফুল আলমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে মেয়র সমাজের বিত্তবানদের দরিদ্র জনগণের সহায়তায় এগিয়ে আসার আহবান জানিয়ে বলেন, প্রতি বছরই তীব্র শীতে অনেক মানুষ প্রাণ হারান, অসুস্থ হয়ে পড়েন। সমাজের বিত্তবান শ্রেণি এগিয়ে আসলে শীতার্ত মানুষদের প্রাণ রক্ষা সম্ভব। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাজী মোহাম্মদ সামশুল আলম, ৩নং পাঁচলাইশ ওয়ার্ড কাউন্সিলর মোঃ শফিকুল ইসলাম, ৭ নং পশ্চিম ষোলশহর ওয়ার্ড কাউন্সিলর মোঃ মোবারক আলী, ১০নং উত্তর কাট্টলী ওয়ার্ড কাউন্সিলর ড. নিছার উদ্দিন আহমেদ (মঞ্জু), ১১নং দক্ষিণ কাট্টলী ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ ইসমাইল, ১২নং সরাইপাড়া ওয়ার্ড কাউন্সিলর মোঃ নুরুল আমিন, ২১নং জামালখান ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাশ সুমন, ৩১নং আলকরণ ওয়ার্ড কাউন্সিলর মোঃ আবদুস সালামসহ স্থানীয় ওয়ার্ড আওয়ামীলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ড কাউন্সিলর লায়ন এম আশরাফুল আলম বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অসহায় হতদরিদ্র মানুষের জন্য সোনার বাংলা গড়ার যে অঙ্গীকার নিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর স্বপ্ন বাস্তবায়ন তথা স্মার্ট বাংলাদেশ গড়তে দেশের প্রত্যেক মানুষের ভাত, কাপড়, মাথাগোঁজার ঠাঁইসহ সকলের শিক্ষা ও চিকিৎসা নিশ্চিত করার লক্ষে কাজ করে যাচ্ছেন। প্রেস বিজ্ঞপ্তি।