প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক বাংলা বিতর্ক প্রতিযোগিতার সমাপনী পর্ব গতকাল সোমবার অনুষ্ঠিত হয়। সংসদীয় পদ্ধতিতে আয়োজিত চূড়ান্ত পর্বের বিতর্ক প্রতিযোগিতায় প্রেসিডেন্সি এডুকেশনের রেক্টর ড. ইমাম হাসান রেজার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এ এম এম মুজিবুর রহমান। তিনি বলেন, ‘বিতর্ক একটি অনন্য শিল্প, এটি ভবিষ্যৎ নেতৃত্ব সৃষ্টি করে। আজকের বিতার্কিকরাই আগামীতে জাতীয় পর্যায়ে দেশকে নেতৃত্ব দেবে।’ ইংরেজি মাধ্যম স্কুল হওয়া সত্ত্বেও বাংলা বিতর্কে দেশব্যাপী বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ ও পুরস্কার অর্জন করায় তিনি প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুলের ভূয়সী প্রশংসা করেন। এছাড়াও নিয়মিত বিতর্ক প্রতিযোগিতা চলমান রাখার যুগান্তকারী সিদ্ধান্ত নেওয়ায় তিনি স্কুল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। সমাপনী পর্ব ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্কুল উপাধ্যক্ষবৃন্দ, পরিচালকবৃন্দ, সিনিয়র স্কুল চিফ কো–অর্ডিনেটর এবং শিক্ষক–শিক্ষার্থীবৃন্দ। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় ‘কাজী নজরুল ইসলাম দল’ ও রানার আপ হয় ‘জীবনানন্দ দাশ দল’। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয় সরকার দলীয় উপনেতা সাবরা মোস্তাফা। প্রেস বিজ্ঞপ্তি।