বিডিনিউজের প্রধান সম্পাদকের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়েছে আদালত

আজাদী ডেস্ক | মঙ্গলবার , ১১ জুন, ২০২৪ at ৭:৩৩ পূর্বাহ্ণ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের মামলায় দুদকের দেওয়া অভিযোগপত্র আমলে নিয়েছেন আদালত। গতকাল ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালত অভিযোগপত্র গ্রহণ করেন বলে বিভিন্ন অনলাইন সংবাদ সংস্থার খবরে বলা হয়।

গত ২৫ এপ্রিল মামলাটির তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান আদালতে খালিদীর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। এরপর ২৮ এপ্রিল অভিযোগপত্রটি আদালতে উপস্থাপিত হয়। আদালত অভিযোগপত্রটি আমলে গ্রহণের বিষয়ে শুনানির জন্য ১০ জুন দিন ধার্য করেন।

২০২০ সালের ৩০ জুলাই ‘অবৈধভাবে’ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান বাদী হয়ে দুদকের সমন্বিত জেলা কার্যালয়এ ওই মামলা দায়ের করেন।

পূর্ববর্তী নিবন্ধকালো পলিথিনে ঢেকে টিলা কেটে পাকা ঘর নির্মাণ
পরবর্তী নিবন্ধস্বামীর সাথে কলহের জেরে যা করলেন স্ত্রী