বিড়ালের গলায় ঘণ্টা বাঁধবে কে

| শুক্রবার , ২৬ জানুয়ারি, ২০২৪ at ৮:৩১ পূর্বাহ্ণ

দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, হরতালঅবরোধ সব মিলিয়ে এমনিতেই সাধারণ মানুষ রয়েছে বিপাকে, তার উপর আবার নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য লাগামহীন, এ যেন ‘মরার উপর খাঁড়ার ঘা’। মূল্যস্ফীতি লাগাতার লেগেই আছে, কখনো পেঁয়াজ বা কাঁচা মরিচ, আবার কখনো ডিম বা ভোজ্য তেল। এখন আবার শুরু হয়েছে চালের মূল্যে লাগামহীনতা। মূল্যস্ফীতি তথা দ্রব্যমূল্যের লাগামহীন বৃদ্ধির কারণে ভুগছে দেশের সাধারণ মানুষ। বিশেষ করে, যারা দিন আনে দিন খায় অর্থাৎ নুন আনতে পান্তা ফুরায়, যাদের দু’বেলার খাবার যোগাতে হিমসিম তাদের পক্ষে এত চড়া মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য ক্রয় করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। কিন্তু কেন বার বার এই মূল্যস্ফীতি তথা দ্রব্যমূল্যের লাগামহীন বৃদ্ধি? সরকার অবশ্য দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধে কাজ করে যাচ্ছেন। আমরা মনে করি, কে বা কারা কিভাবে দ্রব্যমূল্যে কারসাজি করছে, সেটা সরকারের নীতিনির্ধারক ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর অজানা নয়। এখন প্রশ্ন যে, বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে? বাজারের এ অস্থিতিশীলতা কাটাতে সরকারের নজরদারি বাড়াতে হবে। সাধারণ মানুষের কষ্ট লাঘব করতে কারসাজির সাথে জড়িত অসৎ, লোভী ব্যবসায়ীদের বিরুদ্ধে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করে, জড়িতদেরকে শাস্তির আওতায় আনতে হবে।

মোফাজ্জল হোসেন

সদস্য,

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম

পূর্ববর্তী নিবন্ধঅনুকূলচন্দ্র ঠাকুর : সাধক, চিকিৎসক
পরবর্তী নিবন্ধমাঘের শীত