বিটিভি, চট্টগ্রাম কেন্দ্রে পবিত্র কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা আজ

| রবিবার , ২৩ ফেব্রুয়ারি, ২০২৫ at ৮:৪১ পূর্বাহ্ণ

প্রথমবারের মতো বাংলাদেশ টেলিভিশন, চট্টগ্রাম কেন্দ্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) নিবেদিত পবিত্র কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা। আজ সকাল ১১ টায় বিটিভি চট্টগ্রামের স্টুডিওতে অনুষ্ঠান উদ্বোধন করবেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রামের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আলী আজাদী। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আমাদের দেশ পত্রিকার ব্যুরো প্রধান ও চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচি। স্বাগত বক্তব্য দেবেনবিটিভি, চট্টগ্রাম কেন্দ্রের জেনারেল ম্যানেজার ঈমাম হোসাইন। কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার উদ্বোধনী পর্বে বিচারক থাকবেন, মাওলানা মনিরুল ইসলাম রফিক, মাওলানা নূর মোহম্মদ ও হাফেজ ক্বারী আব্দুর রশিদ। প্রতিযোগিতায় ৩৬০ জন প্রতিযোগী অংশ নিচ্ছেন। চূড়ান্ত পর্যায়ে সেরা ৩ জন নির্বাচন করে পুরস্কার, ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হবে। অনুষ্ঠানটি প্রথম রমজান থেকে শুরু হয়ে ২৯ রমজান পর্যন্ত প্রতিদিন প্রচার হবে। বিটিভি চট্টগ্রামের জেনারেল ম্যানেজার ঈমাম হোসাইনের সার্বিক তত্ত্বাবধানে পবিত্র কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা প্রযোজনা করেছেন ইলন সফির ও উম্মে হাবিবা দীনা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ‘একুশের চেতনা অন্যায় ও বৈষম্য প্রতিরোধের প্রেরণা’
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে ছাত্রলীগ নেতা আটক