বিটিভি চট্টগ্রাম কেন্দ্রে বুদ্ধ পূর্ণিমার বিশেষ অনুষ্ঠান আজ

| বুধবার , ২২ মে, ২০২৪ at ১১:০৬ পূর্বাহ্ণ

বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বিটিভি চট্টগ্রাম কেন্দ্রে আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় শ্যামল চৌধুরীর গ্রন্থনায় প্রচারিত হবে বিশেষ অনুষ্ঠান ‘প্রজ্ঞার আলোয় বুদ্ধ’। ‘অমিতাভ কালচারাল সোসাইটি’র পরিবেশনায় ধর্মদর্শন বিষয়ক ধর্মালোচনা ছাড়াও ধর্মীয় সংগীত ও নৃত্যের মাধ্যমে সাজানো হয়েছে এ অনুষ্ঠানটি। শ্যামল চৌধুরী ও সেঁজুতি বড়ুয়ার উপস্থাপনায় অনুষ্ঠানে একক সংগীত পরিবেশনায় রয়েছেন ডা. শর্মিলা বড়ুয়া ও জুসি বড়ুয়া। সমবেত সংগীত পরিবেশনায় রয়েছেন বিজয় চৌধুরী সানি, আপন বড়ুয়া অমি, অনিন্দ্য বড়ুয়া জয়, ইপ্তি বড়ুয়া, সুস্মিতা তালুকদার মীম, প্রত্যুষা বড়ুয়া, সমাপ্তি বড়ুয়া, অধীতি বড়ুয়া, প্রমিলা বড়ুয়া ও প্রিয়ন্তী বড়ুয়া। সংগীত পরিচালনা করেছেন অশ্রু বড়ুয়া রূপক। নৃত্যশিল্পী প্রিয়াংকা বড়ুয়ার পরিচালনায় নৃত্য পরিবেশনায় রয়েছে প্রাচী বড়ুয়া, সুস্মিতা বড়ুয়া, সেঁজুতি বড়ুয়া, তুশি বড়ুয়া ও প্রিয়াংকা বড়ুয়া।

অনুষ্ঠানে সবকটি গানের কথা লিখেছেন শ্যামল চৌধুরী। সুর করেছেন সনজিত আচার্য্য ও অশ্রু বড়ুয়া রূপক। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন নুর আনোয়ার হোসেন রঞ্জু, তত্ত্বাবধানে ছিলেন রোমানা শারমীন। প্রযোজনা করেছেন মো. উমর ফারুক এবং সহযোগী ছিলেন মো. তারেকুল ইসলাম। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’ দেখা যাবে বাংলাদেশেও
পরবর্তী নিবন্ধসুন্দরবনে চিত্রায়িত হলো ফাহিম ফয়সালের সূফী গান