যুক্তির জয়ধ্বনি সারাদেশে ছড়িয়ে দেয়ার লক্ষ্যে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের উদ্যোগে আন্ত:বিশ্ববিদ্যালয় জাতীয় বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান গতকাল রোববার টেলিভিশন প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো। এতে উদ্বোধক ও প্রধান অতিথি ছিলেন শিক্ষা উপমন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নওফেল। বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের জেনারেল ম্যানেজার মাহফুজা আক্তারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডা. ইসমাঈল খান, বিটিভি পরিচালক (অনুষ্ঠান) জগদীশ অ্যাশ। শিক্ষা উপমন্ত্রী বলেন, বর্তমান সময়ের ক্যারিয়ারে সফল হতে হলে নিয়মিত পাঠ্যবইয়ের সাথে সাথে বিভিন্ন ধরনের সফট স্কিল তৈরি করতে হবে। বিতর্ক চর্চা এই ধরনের সফট স্কিল তৈরি করতে সহায়ক হিসেবে কাজ করে। প্রফেসর ডা. ইসমাঈল খান বলেন, সারাদেশে বিশ্ববিদ্যালয় পর্যায়ের ১০৪ টা বিতর্ক দল নিয়ে চট্টগ্রামে জাতীয় প্রতিযোগিতা আয়োজন করতে পারা একটা প্রশংসনীয় উদ্যোগ।
বিটিভি চট্টগ্রাম কেন্দ্রর জেনারেল ম্যানেজার মাহফুজা আক্তার বলেন, বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্র বিগত সময়ে জাতীয় আন্ত:স্কুল ও আন্ত:কলেজ বিতর্ক প্রতিযোগিতা সফলভাবে সমপন্ন করে। তারই ধারাবাহিকতায় এইবার আরো বৃহৎ পরিসরে স্নাতক স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে জাতীয় বিতর্ক প্রতিযোগিতা আয়োজিত হতে যাচ্ছে। প্রেস বিজ্ঞপ্তি।