চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন পরবর্তী কোনো প্রকার বিজয় মিছিল করা যাবে না, সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর নির্বাচনের আগেই প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান। কিন্তু নগরীর বিভিন্ন ওয়ার্ডে বিজয়ী প্রার্থীর পক্ষে সমর্থকদের উল্লাস মিছিল চোখে পড়েছে। গতকাল সন্ধ্যায় লালখান বাজার ওয়ার্ডে বিজয়ী প্রার্থীর পক্ষে বিজয় মিছিল করার সময় ধাওয়া দিয়ে ১৫/২০ জনকে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ। স্থানীয় সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তবে এ ব্যাপারে জানতে নগর গোয়েন্দা শাখার (দক্ষিণ) উপ কমিশনার আলী হোসেন ও খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহীনুজ্জামানকে ফোন করা হলেও তারা ফোন রিসিভ করেন নি।
সিএমপির একটি সূত্র জানিয়েছে, সিএমপি কমিশনারের নির্দেশে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে সহিংসতা এড়াতে।
তাদের রাতে মুচলেকা নিয়ে ছেড়েও দেয়া হতে পারে। আবার সিএমপির অ্যাক্টের কোনো আইনে চালান করাও হতে পারে। সে বিষয়টা সিএমপির উপর মহল সিদ্ধান্ত নেবে।