মহান বিজয় দিবস উপলক্ষে শফিক বসাক এন্ড কোং, (চার্টার্ড একাউন্ট্যান্টস) কর্তৃক গত ১৬ ডিসেম্বর বৃহস্পতিবার এক প্রীতি ক্রিকেট ম্যাচের আয়োজন করা হয়। এই প্রীতি ম্যাচে প্রাক্তন ছাত্র একাদশ ৭ উইকেটে বর্তমান ছাত্র একাদশকে পরাজিত করে। চট্টগ্রাম বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত খেলায় টসে জিতে বর্তমান ছাত্র একাদশের অধিনায়ক প্রীতম ধর প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন। তারা নির্ধারিত ২০ ওভার ব্যাটিং করে ৯ উইকেট হারিয়ে ১১১ রান সংগ্রহ করে। প্রাক্তন ছাত্র একাদশের ইমরান হোসেন মজুমদার ৪টি, মো. শাহাদাত হোছাইন রানা ৩টি, রাহুল কান্তি এবং অভি বিশ্বাস ১টি করে উইকেট নেন। জবাবে ১১২ রানের টার্গেট তাড়া করতে নেমে প্রাক্তন ছাত্র একাদশের ব্যাটার শাহাদাত হোছাইন রানা ৩৫ রান, রাহুল কান্তি ৩১ ও বিটু দেবরাজের ১৭ রান করেন। তারা ১৮ ওভার ১ বলে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যান। বর্তমান ছাত্র একদশের তমাল আচার্য ২টি এবং প্রিয়ম সরকার ১টি করে উইকেট নেন। খেলায় সর্বোচ্চ ৩৫ রান করায় ম্যাচসেরা ব্যাটার নির্বাচিত হন প্রাক্তন ছাত্র একাদশের মো. শাহাদাত হোছাইন রানা এবং সর্বোচ্চ ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরা বোলার নির্বাচিত হন একই দলের ইমরান হোসেন মজুমদার। প্রীতি ক্রিকেট ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রিন্সিপাল সম্পদ কুমার বসাক এফসিএ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শফিক বসাক এন্ড কোং এর প্রাক্তন ছাত্র মো. বাহার উদ্দিন, এডভোকেট ইফতেখার আনিস, এরশাদ হোসাইন, মো. সানজিদ হোসাইন, আরিফুল আলমসহ সম্মিলিত কর আইনজীবী সমন্বয় পরিষদ, চট্টগ্রাম।
পরে প্রাক্তন ছাত্র একাদশের অধিনায়ক এইচ এম মোরশেদ এবং দলের সদস্যদের হাতে ট্রফি তুলে দেন প্রধান অতিথি শফিক বসাক এন্ড কোং এর প্রিন্সিপাল সম্পদ কুমার বসাক এফসিএ এবং বিশেষ অতিথিবৃন্দ।