ভারতের অভিনেতা–রাজনীতিক বিজয় থালাপাতির সমাবেশে পদদলিত হয়ে ৩৯ জনের মৃত্যু হওয়ার পর তার চেন্নাইয়ের বাড়িতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। খবর বিডিনিউজের।
শনিবার রাজ্যের কারুর জেলায় ওই সমাবেশে আরও শতাধিক মানুষ আহত হয়েছেন। তাদের মধ্যে ৫১ জনকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভিকে তামিলনাডুর সরকারি সূত্রগুলো জানিয়েছে, তামিলাগা ভেটরি কাজাগম (টিভিকে) দলের প্রধান বিজয়ের বাড়ির নিরাপত্তা জোরদার করা হয়েছে কারণ জনগণের ক্ষোভ তার ওপর গিয়ে পড়তে পারে। ২০২৬ সালের রাজ্য নির্বাচনকে সামনে রেখে প্রচারণা চালাচ্ছে ২০২৪ সালে গঠিত হওয়া টিভিকে।
কিন্তু দলটির সমাবেশে পদদলনের ঘটনায় বহু মানুষ নিহত হওয়ায় প্রবল সমালোচনার মুখে পড়েছেন বিজয়।