হাসি হাসি খুশি মুখে হাতে নিয়ে ডালা
পুবের সুরুজ খোলে দিনের জানালা।
রূপালী আদর পেয়ে শিশিরের কণা
সবুজের বুকে আঁকে হাসি–আলপনা।
মেঘের সফেদ হাসি মেলে দেয় ডানা
বকের পালকে হাওয়া বাজে একটানা
ফেনাফুল হেসে খুন ভালোলাগা গানে
দূর মেঠো পথ এগোয় সুদূরের টানে।
সিমের নরোম ডগায় কাঁপা কাঁপা সুর
পাখিদের ঠোঁটে হাসি মধুর মধুর।
ধানের ক্ষেতের হাসি সোনা রাঙা শোভা
ঢেউ–বুকে রোদের কী হাসি মনলোভা!
মায়ের আঁচলে জমা মমতার রাশি
পতাকার বুকে আঁকা বিজয়ের হাসি।








