বিজয়ের মাসে জনগণ জাতীয় অস্তিত্ব রক্ষায় রুখে দাঁড়িয়েছে

মহানগর আ. লীগের কর্মসূচিতে নাছির

| রবিবার , ১১ ডিসেম্বর, ২০২২ at ৮:১৭ পূর্বাহ্ণ

জনগণের জানমাল রক্ষায় দেশবিরোধী শক্তির হুমকির বিরুদ্ধে চট্টগ্রামবাসী যে গণজাগরণ সৃষ্টি করেছে তাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী বলেছেন, আমাদেরকে জনগণের স্বার্থে অবশ্যই রাজপথে থাকতে হবে। এটাই আমাদের শক্তি। আমরা ক্যান্টনমেন্ট থেকে আসিনি। যাদের জন্ম ক্যান্টমেন্টে তারা রাজপথকে ভয় পায়, জনগণকে ভয় পায়। সমাবেশের নামে যারা দেশে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে তাদেরকে আমরা চিনি এবং তাদের জ্বালাওপোড়াও এর আগেই মূল উপড়ে ফেলতে হবে। মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, বিজয়ের মাসে আবার অশুভ শক্তি ছোবল দিতে চেয়েছে। তাদেরকে জননেত্রী শেখ হাসিনা জনগণের সহযোগিতায় প্রতিরোধ করেছেন। এজন্য প্রশাসন যে ভূমিকা নিয়েছে তা জাতি রাষ্ট্র বাংলাদেশের পক্ষে

একটি সঠিক আনুগত্য। কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ অতীতের মতই জাতির স্বার্থে রাজপথে আছে এবং আগামীতেও থাকবে। জনগণের জানমাল রক্ষায় চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগসহ ১৫টি থানা, ৪৪ সাংগঠনিক ওয়ার্ড এবং ১৩২টি ইউনিট আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ে সতর্ক থানার নির্দেশনা চলমান রাখার নির্দেশনা দেন। জনগণ জাতীয় অস্তিত্ব রক্ষায় রুখে দাঁড়িয়েছে বিজয়ের মাসে।

গতকাল শনিবার বেলা ১২টায় দারুল ফজল মার্কেটস্থ দলীয় কার্যালয় সম্মুখ চত্বরে আইন বিষয়ক সম্পাদক এড. শেখ ইফতেখার সাইমুল চৌধুরী সঞ্চালনায় অনুষ্ঠিত অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি নঈম উদ্দীন চৌধুরী, এড. ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, খোরশেদ আলম সুজন, উপদেষ্টা সফর আলী, শেখ মোহাম্মদ ইছহাক, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, শফিক আদনান, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, সৈয়দ হাসান মাহমুদ শমসের, চন্দন ধর প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশিক্ষকের বেত্রাঘাতে গুরুতর জখম ছাত্র, থানায় মামলা
পরবর্তী নিবন্ধজেলেরা কূলে বসেই জানবে সাগরে মাছের অবস্থান