বিজয়ের মাসে গণতন্ত্র মুক্তির শপথ নিতে হবে

করোনা সুরক্ষা সামগ্রী প্রদান অনুষ্ঠানে শাহাদাত

| রবিবার , ১৩ ডিসেম্বর, ২০২০ at ৫:৪৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ও চসিক নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন বলেছেন, কারো রক্তচক্ষুকে ভয় না পেয়ে ভোট সেন্টার পাহারা দিতে হবে। আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সৈনিক। শহীদ জিয়া পাকিস্তানি শাসকগোষ্ঠীর রক্তচক্ষুকে উপেক্ষা করে চট্টগ্রাম থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এবং দীর্ঘ নয় মাস রণাঙ্গনে যুদ্ধ করে এই দেশকে স্বাধীন করেছিলেন। আর সেই মহান নেতার দল হচ্ছে বিএনপি। আগামীর সিটি কর্পোরেশন নির্বাচনে মামলা-হামলা নির্যাতন উপেক্ষা করে ভোট সেন্টারে যেতে হবে। গণতন্ত্র ও ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। তিনি গতকাল শনিবার দুপুরে স্টেশন রোড প্যারামাউন্ট সিটি হলে ৩১ নম্বর আলকরণ ওয়ার্ডের উদ্যোগে করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। ডা. শাহাদাত হোসেন আরো বলেন, এই মাস বিজয়ের মাস। আমাদের শপথ নিতে হবে গণতন্ত্র মুক্তির। সন্ত্রাস, দুর্নীতি বাজ, ফ্যাসিস্ট সরকার জনগণের সব অধিকার কেড়ে নিয়েছে। এই দুর্নীতিবাজ সরকার বাংলাদেশকে বিশ্ব দরবারে দুর্নীতিবাজ ও দুঃশাসনের রাষ্ট্র হিসেবে পরিচিতি করেছে। প্রধান বক্তার বক্তব্যে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেন, এই ওয়ার্ডে অতীতের কোনো নির্বাচনে বিএনপিকে হারাতে পারে নাই। আলকরণ ওয়ার্ড বিএনপির একটি শক্তিশালী ঘাটি। এই সরকার বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে অসংখ্য মিথ্যা মামলা দিয়েছে। কিন্তু এত নির্যাতন নিপীড়নের পরও কেউ রাজপথ ছেড়ে যায়নি। আমরা অনেক স্বৈরাচার সরকার দেখেছি। কিন্তু কোন স্বৈরাচার বেশিদিন টিকে থাকতে পারে নাই। আর এই সরকারও পারবে না। ৩১ নম্বর আলকরণ ওয়ার্ড বিএনপির সভাপতি দিদারুল রহমান লাবুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জসিম মিয়ার সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর বিএনপির সি. যুগ্ম সম্পাদক এস এম সাইফুল আলম, যুগ্ম সম্পাদক ইয়াছিন চৌধুরী লিটন, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, ক্ষুদ্র ও কুটির শিল্প সম্পাদক আবদুল নবী প্রিন্স, হকার্স সম্পাদক আবদুল বাতেন, সহ বাণিজ্য সম্পাদক ওয়াহেদুল আলম, কোতোয়ালি থানা বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন। আরো বক্তব্য রাখেন নগর বিএনপির সদস্য হামিদুর রহমান, কোতোয়ালী থানা বিএনপির সিনি. যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন, আবুল কালাম, সাংগঠনিক সম্পাদক আবদুস শুক্কুর, প্রচার সম্পাদক মো. রিয়াদ, সহ শ্রম সম্পাদক ছালে আহাম্মদ, সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী আরজুন নাহার মান্না, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক আলী মর্তুজা খান, নগর যুবদলের যুগ্ম সম্পাদক মো. সেলিম, সহ সম্পাদক মো. বেলাল প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচসিক নির্বাচনে অংশীদারিত্ব নিশ্চিত করুন
পরবর্তী নিবন্ধকরোনা ভ্যাকসিন সহজলভ্য করার আহ্বান ইউনূসের