বিজয় নিয়ে একটি ছড়া
লিখবে এবার খোকা
নয় একটি নয় দুইটি
লিখবে গুচ্ছ থোকা।
বিজয় নিয়ে গাইবে খোকা
বীর শহীদের গান
যে গানেতে বীর শহীদের
ভাঙবে অভিমান।
আঁকবে খোকা রং তুলিতে
বাংলাদেশের ছবি
যে ছবিতে ষোলো তারিখ
উঠবে বিজয় রবি।
সোমা মুৎসুদ্দী | বুধবার , ১০ ডিসেম্বর, ২০২৫ at ৮:২১ পূর্বাহ্ণ
