বিজ্ঞান বিষয়ক লেখালেখি ও গবেষণায় ‘চট্টগ্রাম একাডেমি-শিল্পশৈলী পুরস্কার’পাচ্ছেন তপন চক্রবর্তী

| মঙ্গলবার , ২৫ নভেম্বর, ২০২৫ at ৮:১০ পূর্বাহ্ণ

বিজ্ঞান বিষয়ক লেখালেখি ও গবেষণায় সামগ্রিক অবদানের জন্য চট্টগ্রাম একাডেমি প্রবর্তিত ‘শিল্পশৈলী পুরস্কার ২০২৫’ পাচ্ছেন লেখক তপন চক্রবর্তী।আগামী ১০ ডিসেম্বর তাঁকে এ পুরস্কার প্রদান করা হবে। পুরস্কার হিসেবে থাকছে নগদ অর্থ, ক্রেস্ট ও সনদ। উল্লেখ্য, ২০২২ সালে প্রথমবার প্রবন্ধগবেষণায় সামগ্রিক অবদানের জন্য এই পুরস্কার পেয়েছিলেন ড. সুনীতিভূষণ কানুনগো, ২০২৩ সালে দ্বিতীয় বছর মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষণায় অবদানের জন্য পুরস্কার পেয়েছিলেন ডা. মাহফুজুর রহমান এবং ২০২৪ সালে তৃতীয় বছর ভাষা ও সাহিত্য গবেষণায় অবদানের জন্য পুরস্কার পেয়েছিলেন ড. মো. আবুল কাসেম।

তপন চক্রবর্তী আধুনিক বাংলা সাহিত্যের একজন খ্যাতিমান লেখক। তিনি প্রধানত বিজ্ঞান, প্রযুক্তি ও পরিবেশ বিষয়ে লেখালেখি করে থাকেন।

তাঁর জন্ম ২০ জানুয়ারি ১৯৪২, চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার সুখছড়ি গ্রামে। তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা শতাধিক। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধলায়ন্স ক্লাব চিটাগাং কর্ণফুলী এলিটের চার্টার এনিভার্সারি উদযাপন
পরবর্তী নিবন্ধমীর হেলালের সমর্থনে হাটহাজারী জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের সভা