বর্তমানে মানবসম্পদকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার ওপর যথেষ্ট গুরুত্বারোপ করেছে দেশের বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠান। দেশের আর্থসামাজিক উন্নয়ন ও বেকারত্ব দূর করতে বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার গুরুত্ব রয়েছে। দেশের তরুণ প্রজন্মকে বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষায় দক্ষ করে গড়ে তুলতে প্রয়োজন সঠিক ও সুন্দর কর্ম পরিকল্পনা। বর্তমানে দেশের জনসংখ্যার তুলনায় কর্মসংস্থানের সুযোগ সমানভাবে সৃষ্টি হয়নি। তাই এই সংকট দূর করতে আমাদের দেশে উদ্যোগ গ্রহণ করতে হবে।
দেশে উচ্চতর গবেষণা করার জন্য অত্যাধুনিক যন্ত্রপাতি সমৃদ্ধ প্রতিষ্ঠান তৈরি করতে হবে, এর মাধ্যমে একদিকে যেমন অনেকেরই কর্মসংস্থানের ব্যবস্থা হবে অন্যদিকে বিজ্ঞান ও প্রযুক্তিতে ও দেশ এগিয়ে যাবে। বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর শিল্প কোম্পানিও এগিয়ে আসতে হবে। তবেই আমরা বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর উন্নত দেশের সাথে তাল মিলিয়ে চলতে পারবো। জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তির দক্ষতায় সমাজ ও দেশ এগিয়ে যাবে।