জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে হালদা নদী থেকে উদ্ধারকৃত মৃত ডলফিন হস্তান্তর করা হয়েছে। গতকাল রবিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে স্থাপিত হালদা রিসার্চ ল্যাবরেটারি থেকে জেলা প্রশাসন কর্তৃক এই ডলফিনটি হস্তান্তর করা হয়। ডলফিন হস্তান্তর উপলক্ষে এক সভা রিচার্স ল্যাবরেটরির সমন্বয় ও চবির প্রাণিবিদ্যা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মনজুরুল কিবরিয়া সভাপতিত্বে এই বিভাগ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মদ মুনির চৌধুরী। উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা ফারহানা লাভলী, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের পরিচালক এ কে এম লুৎফুর রহমান সিদ্দিকী, প্রধান ডিসপ্লে কর্মকর্তা মাকসুদা বেগম, ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (আইডিএফ) চট্টগ্রাম জোনাল ম্যানেজার শাহ আলম, প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. যাদব কুমার বিশ্বাস, গ্রীন ভয়েস এবং রিভার ক্লাব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সদস্যবৃন্দ।
সভায় হালদা নদী সংরক্ষণ, ব্রুড মাছ ও ডলফিন রক্ষা এবং হালদা রিসার্চ ল্যাবের কার্যক্রম উপস্থাপন করেন প্রফেসর ড. মো. মনজুরুল কিবরীয়া। রিভার ক্লাবের লক্ষ্য উদ্দেশ্যসহ বিস্তারিত কর্মসূচি উপস্থাপন করেন ক্লাব সভাপতি আব্দুল্লাহ আল আশেক।