জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২১’র সমাপনী অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে স্টল ও বক্তৃতা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন চট্টগ্রাম-০৮ আসনের সাংসদ ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোছলেম উদ্দিন আহমদ। বোয়ালখালী উপজেলা প্রশাসন আয়োজিত এই অনুষ্ঠানে মোছলেম উদ্দিন আহমদ বলেন, শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসার পর বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার উপর কাজ করে যাচ্ছে। ফলে বিজ্ঞান প্রযুক্তির ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন ঘটেছে। সরকারের এ লক্ষ্য বাস্তবায়ন করতে শিক্ষার্থীদেরকে বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার প্রতি মনোনিবেশ হওয়া প্রয়োজন। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে শিক্ষার্থীদেরকে বিজ্ঞানের ব্যবহার সম্পর্কে ধারণা দেওয়া হয়। বিজ্ঞান মানুষকে অনেক অজানাকে জানার সুযোগ সৃষ্টি করে দেয়। বর্তমান বিশ্বে টিকে থাকতে হলে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে জ্ঞান অর্জন করতে হবে। তাই শিক্ষার্থীদেরকে হাতে কলমে লেখা-পড়ার পাশাপাশি বিজ্ঞান ও প্রযুক্তির শিক্ষায় শিক্ষিত হতে হবে।
বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার নাজমুন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বোয়ালখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. নুরুল আলম, ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম সেলিম, বোয়ালখালী পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগ আহ্বায়ক জহুরুল ইসলাম জহুর, বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল করিম, বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. নুরুল আমিন চৌধুরী, বোয়ালখালী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অজান্তা ইসলাম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।