বিজ্ঞানমনস্ক জাতি গড়তে বিজ্ঞানচর্চা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে

বায়েজিদ মডেল স্কুল এন্ড কলেজে বিজ্ঞান মেলায় বক্তারা

| মঙ্গলবার , ২৬ আগস্ট, ২০২৫ at ৫:৪৬ পূর্বাহ্ণ

বায়েজিদ মডেল স্কুল এন্ড কলেজে আয়োজিত বিজ্ঞানমেলায় বক্তারা বলেছেন,বিজ্ঞানের কল্যাণে অবিশ্বাস্য রূপে জীবনযাত্রার মান বেড়েছে। সুতরাং মানবজীবনে বিজ্ঞানচর্চা, বিজ্ঞান পঠনপাঠন ও এর একটি বিশেষ অন্তর্ভুক্তি বিজ্ঞান প্রদর্শনী বা বিজ্ঞানমেলা শিক্ষার একটি অপরিহার্য অংশ হয়ে দাঁড়িয়েছে।

বায়েজিদ মডেল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মাজহার হকের সভাপতিত্বে বিজ্ঞানমেলায় প্রধান অতিথি ছিলেন সাংবাদিকলেখক আবসার মাহফুজ। তিনি বলেন, বিজ্ঞানচর্চা ও বিজ্ঞানমেলার মাধ্যমে শিক্ষার্থীরা হাতেকলমে বিজ্ঞানের জ্ঞান লাভ করে, তাদের মধ্যে কৌতূহল ও সমালোচনামূলক চিন্তাভাবনা বৃদ্ধি পায় এবং তারা উদ্ভাবনী ক্ষমতাকে শাণিত করার সুযোগ পায়। তাই দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বিজ্ঞানমেলা ও বিজ্ঞানচর্চাকে অবারিত করা উচিত। মেলায় প্রদর্শিত প্রজেক্টগুলো থেকে বাছাই করে প্রথম, দ্বিতীয়, তৃতীয়স্থান অধিকারীসহ ৩২টি প্রজেক্ট পুরস্কারের জন্য মনোনীত হয়। বাকি সবাইকে অংশগ্রহণ পুরস্কার দেওয়া হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রিমিয়ার ভার্সিটিতে ইংরেজি বিভাগে পোস্টার প্রদর্শনী ও গ্রন্থের মোড়ক উন্মোচন
পরবর্তী নিবন্ধপোর্ট সিটি ভার্সিটিতে মাদকবিরোধী সেমিনার