বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির আইন বিভাগের কনসিলিয়াম ফর স্কীল ডেভেলপমেন্ট ক্লাবের উদ্যোগে লিগ্যাল ডিবেটিং ওয়ার্কশপ আইন বিভাগের চেয়ারম্যান মো. আবদুল হান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. এ এফ এম আওরঙ্গজেব। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক ডীন প্রফেসর এ বি এম আবু নোমান, বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের ভারপ্রাপ্ত রেজিষ্ট্রার ড. এস এম শোয়েভ।
প্রধান অতিথি বলেন, আইন পেশা মানব সেবার জন্য একটি মহৎ পেশা। আইনের সেবক হিসেবে একজন আইনজীবী আদালতে যুক্তির উপস্থাপননের মাধ্যমে ন্যায়বিচার পেতে সহযোগিতা করে। কিন্তু আদালতে তার উপস্থাপিত বক্তব্যগুলোর শুধু যুক্তি থাকলেই হবে না, থাকতে হবে তার আইনগত ভিত্তি। আইনের যুক্তিগুলো যাতে একজন আইনজীবী হিসেবে ভবিষ্যৎ কর্মজীবনে তুলে ধরতে পারে সে লক্ষ্যে আজকের ওয়ার্কশপ গুরুত্ব বহন করে।
্ল্ল্ল্ল্ল্ল্ল্ল্লআলোচকগণ বলেন, সমগ্র পৃথিবীর বিভিন্ন ইতিহাস পর্যালোচনা করলে দেখতে পাবেন যুক্তি, তথ্য এবং উপাত্তের মাধ্যমেই সৃষ্টি হয়েছে বিভিন্ন আইন এবং সেই আইনের মাধ্যমেই চলে রাষ্ট্র, ধর্ম, সমাজ। সকল অমিমাংসিত বিষয়ের জন্য সর্বশেষ আশ্রয়স্থল হচ্ছে আদালত এবং যে পক্ষ আদালতে আইনগত ভিত্তির উপর দাড়িয়ে নিজ পক্ষে যুক্তি উপস্থাপন করতে পারবেন যে পক্ষ জয়ী হবেন এটাই আইন এবং বিচারের নীতি। তাই আপনাদের একজন আইনজীবী হিসেবে তৈরী করতে জানতে হবে, বিভিন্ন আইনের বই পড়তে হবে যাতে আপনারা আদালতে সেই বিষয়ে সঠিক বক্তব্য উপস্থাপন করতে পারেন। আজকের এই ওয়ার্কশপ থেকে আপনারা আপনাদের ভবিষ্যৎ আইন পেশার জন্য অনেক বিষয় জানতে পেরেছেন বলে আমি মনে করি যা আগামী দিনে আপনাকে একজন দক্ষ আইনজীবী হিসেবে তৈরি করতে সহায়তা করবে।
আইন বিভাগের শিক্ষক ফারহাত ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন আইন বিভাগের শিক্ষক আসমা আল আমিন, ওয়ার্কশপে ফ্যাসিলেটর হিসেবে বিভিন্ন সেশন পরিচালনা করেন বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের সাংবাদিকতা ও গণমাধ্যম বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইয়াসির সিলমী ও আইন বিভাগের শিক্ষক মো. রিদোয়ানুল হক। শেষে অংশগ্রহনকারী শিক্ষার্থীদের নিয়ে একটি বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।