বিজিসি ট্রাস্ট ভার্সিটির কম্পিউটার সায়েন্স বিভাগের বিদায় অনুষ্ঠান

| শনিবার , ২ মার্চ, ২০২৪ at ৭:৪৪ পূর্বাহ্ণ

বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে ছাত্রছাত্রীদের বিদায় অনুষ্ঠান বিভাগের চেয়ারম্যান সালাহউদ্দীন চৌধুরীর সভাপতিতে গত ২৮ ফেব্রুয়ারি বিদ্যানগরস্থ বঙ্গবন্ধু ফ্রিডম স্কোয়ারে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড.. এফ. এম.আওরঙ্গজেব।

বিভাগের শিক্ষক বৃষ্টি রায় চৌধুরী ও তিথি সাহার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. হযরত আলী মিঞা, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এস.এম. শোয়েভ, কম্পিউটার সায়েন্স এলামনাই এসোসিয়েশনের সহসভাপতি জুয়েল দাশ, বিভাগের প্রাক্তন ছাত্র মোহাম্মদ এমরান হোসেন, মিজবাহুল আবেদীন ফরহান, বিদায়ী ছাত্র আবু তারেক তারিন, প্রান্ত দাশ, শোয়েব বিন নাসির প্রমুখ।

প্রধান অতিথি বলেন, আধুনিক বিশ্ব প্রযুক্তির কারনে অনেক দূর এগিয়েছে। এর অধিকাংশই সম্ভব হয়েছে আইটি বিশেষজ্ঞদের কারনে। তোমরা যারা আজকে ৪ বছরের উচ্চ শিক্ষা গ্রহন শেষে এই প্রতিযোগিতাময় বিশ্বে কর্মজীবনে পদার্পণ করবে তারাই আগামী দিনের স্মার্ট দেশ গড়ার ভূমিকা পালন করবে।

পূর্ববর্তী নিবন্ধবিজিবির হাতে ১ লাখ ইয়াবা নিয়ে কারবারি আটক
পরবর্তী নিবন্ধইসলামী আন্দোলনের প্রতিটি মাইলফলকে নারীর ভূমিকা দেদীপ্যমান