চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার, উপ-উপাচার্য প্রফেসর বেনু কুমার দে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ পরিদর্শন শেষে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর উপাচার্য প্রফেসর ড.এ.এফ.এম আওরঙ্গজেব-এর সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতারের বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটিতে আগমনে পুষ্পস্তবক দিয়ে বরণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ.এফ.এম আওরঙ্গজেব।
এ সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাবেক সভাপতি ও ব্যবসায় প্রশাসন অনুষদের সাবেক ডিন প্রফেসর ড. এ.এফ.এম আওরঙ্গজেব বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর উপাচার্য হিসেবে যোগদান করায় তাকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর সালামত উল্লাহ ভুইয়া, সমাজ বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোস্তাফিজুর রহমান সিদ্দিকী, আইন অনুষদের ডিন প্রফেসর এ.বি.এম আবু নোমান, জীব বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. কামরুল হোসাইন, চিকিৎসা অনুষদের ডিন প্রফেসর ডাঃ শাহেনা আক্তার, বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর ট্রেজারার আ.ন.ম ইউসুফ চৌধুরী, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. নারায়ণ বৈদ্য, রেজিস্ট্রার এ.এফ.এম আখতারুজ্জামান কায়সার, ডেপুটি রেজিস্ট্রার সালাহউদ্দিন শাহরিয়ার ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অফিসের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উক্ত সৌজন্য সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন।
সৌজন্য সাক্ষাৎকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার মুক্তিযুদ্ধের স্বপ্ন বাস্তবায়নে শিক্ষা ও স্বাস্থ্যসেবা জনসাধারণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে বিজিসি ট্রাস্টের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার আফছার উদ্দিন আহমদ যে উদ্যোগ গ্রহণ করেছেন তার জন্য তাঁকে অভিনন্দন জানান।
তিনি উচ্চশিক্ষার প্রসারে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের ভূমিকার প্রশংসা করে এই বিশ্ববিদ্যালয়ের উত্তরোত্তর উন্নতি ও সমৃদ্ধি কামনা করেন।